আয় মোহাম্মদ মদিনা ওয়ালে আয়রে আমার বুকে আয় বাংলা গজল লিরিক্স

আয় মোহাম্মদ মদিনা ওয়ালে আয়রে আমার বুকে আয় বাংলা গজল লিরিক্স

আয় মোহাম্মদ মদিনা ওয়ালে আয়রে আমার বুকে আয়,

ডাকেরে তোর অধম গোলামে শান্তি দাও মোর কলিজায়।

 

ফুল ছিল অতি গোপনে ফুলের সন্ধান কেউ না জানে

আবদুল্লার ওরস হইতে পেলেন কোরেশ বংশের আমেনায়।

 

আবু বকর ওমর ওছমান আলী, সেই ফুলেরী সুবাস টানি,

ফুলের জন্য আত্নহারা, ফুল ছিড়ে দিতে গলায়।

 

ফকির দরবেশ বাদশা আলী, তুলিয়া সেই ফুলেরী কলি,

ভিক্ষার জুলি লইয়া গলায় বাস করে গাছের তলায়।

 

সেই ফুলেরী সুবাস পেল আউলিয়াকুল পয়দা হইল,

নূরী কলেমা জারি হইল সেই ফুল হইল নবী মোস্তফায়।

Post a Comment