সাধারণত দুই স্থানের (Point) মিলনে ব্যবহিত পথ হলো Road (রাস্তা), দু'ধারে দালান কোঠা বেষ্টিত রাস্তা হলো Street (স্ট্রিট), দু'ধারে দালান বা গাছপালা বেষ্টিত রাস্তা হলো Avenue (এভিনিউ), দু'ধারে দালান ও গাছপালা এবং মাঝ দিয়ে সড়ক বিভাজক সম্বলিত প্রশস্ত রাস্তা হলো Boulevard (বুলেভার্ড), পল্লি বা মহল্লার সরু রাস্তা হলো Lane (লেন),এবং সমুদ্র, লেক বা পর্বতমালার পাশ দিয়ে চলে যাওয়া লম্বা রাস্তা হলো Drive (ড্রাইভ)
In English:
Typically, the path used to connect the two points is the road, The street is a street surrounded by two building blocks. Avenues (avenues) are two-way streets surrounded by buildings or plants. The Boulevard is a wide road with two side buildings and vegetation, and a middle road divider. The paved road is the lane, And the drive is the long road that goes along the sea, the lake, or the mountains.