How To Translate Bangla To English Easy Way - Part One



প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো । আমি আল্লাহ্‌র রহমতে ভালো আছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্ব পুর্ণ বিষয়। বিষয় টি হলো Easy Way Translate Bangla To English . এই বিষয়ে জানা থাকলে অতি সহজে নিজে নিজে  Letter, Application, Paragraph , Composition, Story And Dialogue লিখতে পারবে। সাথে সাথে  Fill in The Blanks  সম্পাদন করতে পারবে। আর এই নিয়ম গুলো যদি ঠিক মতো আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার ভয় থাকবেনা।


How To Translate Bangla To English Easy Way - Part One




"আমি গতকাল রনির সাথে নিউ মার্কেটে একটি শার্ট কিনতে গিয়েছিলাম।"



প্রিয় শিক্ষার্থী, উপরোল্লিখিত বাক্যটি ইংরেজি করতে গেলে, আমাদের Tense সম্পর্কে সামান্য ধারণা রাখতে হবে। যেমন “আমি গিয়েছিলাম” এই অংশটির ইংরেজি হলো “ I Went………. ” 





এবার বাংলা বাক্যের ক্রিয়া অর্থাৎ “ গিয়েছিলাম “ কে নিন্মের প্রশ্ন গুলো ক্রমানুসারে করে প্রাপ্ত তথ্য গুলোর সাথে ইংরেজি“ I Went……….” এর পর যোগ করে দিলে প্রদত্ত বাক্যটির ইংরেজি উচ্চারণ পেয়ে যাবে।


চলো চেষ্টা করে দেখিঃ


১. কাকে গিয়েছিলাম = X [নাই]

২. কি গিয়েছিলাম =X  [নাই]

৩. কি পরিমাণে গিয়েছিলাম = X [নাই]

৪. কোথায় গিয়েছিলাম = নিউ মার্কেট [To New Market]

৫. কিভাবে গিয়েছিলাম = রনির সাথে [With Rony]

৬. কেন গিয়েছিলাম = একটি শার্ট কিনতে [To Buy A Shirt]

৭. কখন গিয়েছিলাম = গতকাল [Yesterday]






তাহলে ইংরেজি বাক্যটি হলোঃ


I Went + to New Market + with Rony + to buy a shirt + Yesterday


পুরো বাক্যটি হলোঃ

I went to New Market with Rony to buy a shirt yesterday.



Note (নোট) :


১. Vreb এর Object (অর্থাৎ Vreb কে বা কি দিয়ে প্রশ্ন করলে প্রাপ্ত উত্তর ) Verb এর পর বসবে।

২. সময় নির্দেশক শব্দ সাধারণত ইংরেজি বাক্যের শেষে বসে।





বাড়ির কাজ এবং নিজে করিঃ


১. অনেক গৃহকর্তী আছেন যারা বাড়িতে প্রায় সারাদিনই কাজ করেন।
২. আমাদের দেশে অধিকাংশ লোক নিরিক্ষর।
৩. আমরা সবাই নিরাপদ সড়কের স্বপ্ন দেখি।
৪. আমরা আশা করবো তোমরা কখনো ধূমপান করবে না।
৫. আমাদের পরিবেশের একটি অন্যতম উপাদান হছে গাছ।



আশা করি সবাই নিজের থেকে চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। সকলের সুসাস্থ্য কামনা করে আজকের পর্ব শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ্‌ হাফেজ।

Post a Comment

Support Us