How To Translate Bangla To English Easy Way - Part Two



প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো । আমি আল্লাহ্‌র রহমতে ভালো আছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্ব পুর্ণ বিষয়। বিষয় টি হলো Easy Way Translate Bangla To English (Part - 2). এই বিষয়ে জানা থাকলে অতি সহজে নিজে  নিজে  Letter, Application, Paragraph , Composition, Story And Dialogue লিখতে পারবে। সাথে সাথে  Fill in The Blanks  সম্পাদন করতে পারবে। আর এই নিয়ম গুলো যদি ঠিক মতো আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের ইংরেজি নামক ভয় থাকবেনা।


How To Translate Bangla To English Easy Way - Part Two




"শানজিদা আমার জন্মদিনে উপহার হিসেবে আমাকে একটি মোবাইল কিনে দিয়েছে।"




প্রিয় শিক্ষার্থী, উপরোল্লিখিত বাক্যটি ইংরেজি করতে গেলে, আমাদের Tense সম্পর্কে সামান্য ধারণা রাখতে হবে। যেমন “শানজিদা......কিনে দিয়েছে” এই অংশটির ইংরেজি হলো “ Shanzida has bought…………………..” 



এবার বাংলা বাক্যের ক্রিয়া অর্থাৎ “ কিনে দিয়েছে “ কে নিন্মের প্রশ্ন গুলো ক্রমানুসারে করে প্রাপ্ত তথ্য গুলোর সাথে ইংরেজি  Shanzida has bought ………….” এর পর যোগ করে দিলে প্রদত্ত বাক্যটির ইংরেজি উচ্চারণ পেয়ে যাবে।



চলো চেষ্টা করে দেখিঃ



১. কাকে কিনে দিয়েছে ?= আমাকে [Me]

২. কি কিনে দিয়েছে ?= একটি মোবাইল [A Mobile]

৩. কি পরিমাণে কিনে দিয়েছে ?= X [নাই]

৪. কোথায় কিনে দিয়েছে ?= X [নাই]

৫. কিভাবে কিনে দিয়েছে ?= X [নাই]

৬. কেন কিনে দিয়েছে ?= উপহার হিসেবে [As A Gift]

৭. কখন কিনে দিয়েছে ? = আমার জন্মদিনে [On My Birthday]




তাহলে ইংরেজি বাক্যটি হলোঃ


Shanzida Has Bought + Me + A Mobile + As A Gift + On My Birthday.



পুরো বাক্যটি হলোঃ

Shanzida has bought me a mobile as a gift on my birthday.



Note (নোট) :


১. Vreb এর Object (অর্থাৎ Vreb কে বা কি দিয়ে প্রশ্ন করলে প্রাপ্ত উত্তর ) Verb এর পর বসবে।

২. সময় নির্দেশক শব্দ সাধারণত ইংরেজি বাক্যের শেষে বসে।


বাড়ির কাজ এবং নিজে করিঃ


১. তারা তাদের কাজের জন্য কোনো বেতন পান না।

২. শিক্ষিত জাতি দেশের শক্তি।

৩. প্রত্যেক কাজের নির্দিষ্ট সময় আছে

৪. লেখাপড়া না জানলে মানুষ উন্নতি করতে পারে না

৫. আশাবিহীন জিবন নেই।


আশা করি সবাই নিজের থেকে চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। সকলের সুসাস্থ্য কামনা করে আজকের পর্ব শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ্‌ হাফেজ।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment