Hello Friends! কেমন আছো সবাই ?, আশা করি সবাই ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের মাঝে কিছু গুরুত্বপুর্ণ Phrase And Idioms শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এগুলো ভালোভাবে শিখে নিলে ইংরেজী ভাষা অতি সহজে ব্যবহার করতে পারবে এবং লিখতে ও বলতে পারবে।
বিশেষ কথাঃ ইংরেজে গ্রামার মখুস্থ করার জন্য হলে না শিখাই ভালো। বরং প্রয়োগ এর জন্য হলে শিখার চেষ্টা করা ভালো । (ইংরেজি গ্রামার যত চর্চা করবে ততই ভালো ভাবে রপ্ত করতে পারবে)
নিন্মে কিছু Common Idioms and Phrase দেয়া হলোঃ
Absorbed in (মগ্ন থাকা) – The Prophet remained absorbed in meditation in the cave of Hera.
A great deal of (প্রচুর পরিমাণে) – He had to take a great deal of trouble to save his friend.
A lot of (বহুল পরিমাণে) – A lot of good is likely to come out of this measure.
All the more (আরও বেশি) – I feel for her all the more because she has no money.
All over (সর্বত্র, দফারফা হওয়া) – Cows are found all over the world. Or It is all over with him.
As for (সম্বন্ধে, বিষয়ে) – As for myself, I have no objection to it.
As if (যেন) – He loves me as if I were his son.
As much as (ততটা পরিমাণ-----যতটা) – He gave me as much help as he could.
A short cut (সংক্ষিপ্ত পথ) – If you take a short cut, you will soon reach there.
As though (যেন) – He behaved as though he were a mad man.
As well (ও, অধিকিন্তু) – He may as well go there.
As well as (আরও) - He as well as his brother, is to blame for this.
At a time (এক সময়ে) – You will get only two shirts at a time.
At all (আদৌ) – He is not at all prepared for this.
At all times (সব সময়ে) – You cannot a man at all time.
At first (প্রথম দিকে) – At first, I did not see you.
At first sight (প্রথম দর্শনে) – He fell in love at first sight.
At least (কমপক্ষে) – At least one hundred guests were present at the dinner.
At once (অবিলম্বে) – Set to work at once.
At present (বর্তমানে) – There is no shortage of food grains at present.
Attend to (মনোযোগ দেওয়া) – Please Attend to what I say.
ABC (প্রাথমিক জ্ঞান) – Does he know the ABC of Science?
Above all (প্রধানত) – He is a student, writer and above all poet.
A black sheep (কুলাংগার) – He is a black sheep in this family.
A far cry (বহু ব্যবধান) – It is a far car from Dhaka to London.
A dark horse (যে ব্যক্তির গুণাগুণের পরচিয় এখনও জানা যায় নি) – Habib is an active man but his brother is a dark horse to me.
আশা করি সবাই উপরোল্লিখিত Phrase And Idioms গুলো ভালো ভাবে শিখে নিবে । আর তোমাদের কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব শেষ করলাম। আল্লাহ্ হাফেজ।