গুরুত্বপুর্ণ Phrase And Idioms বাংলা অর্থ সহকারে :: 02 (Important Phrase And Idioms With Bangla Meaning)

গুরুত্বপুর্ণ Phrase And Idioms বাংলা অর্থ সহকারে (Important Phrase And Idioms With Bangla Meaning)


Hello Friends! কেমন আছো সবাই ?, আশা করি সবাই ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের মাঝে কিছু গুরুত্বপুর্ণ Phrase And Idioms শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এগুলো ভালোভাবে শিখে নিলে ইংরেজী ভাষা অতি সহজে ব্যবহার করতে পারবে এবং লিখতে ও বলতে পারবে।

গুরুত্বপুর্ণ Phrase And Idioms বাংলা অর্থ সহকারে :: 02 (Important Phrase And Idioms With Bangla Meaning)




বিশেষ কথাঃ ইংরেজে গ্রামার মখুস্থ করার জন্য হলে না শিখাই ভালো। বরং প্রয়োগ এর জন্য হলে শিখার চেষ্টা করা ভালো । (ইংরেজি গ্রামার যত চর্চা করবে ততই ভালো ভাবে রপ্ত করতে পারবে)



নিন্মে কিছু Common Idioms and Phrase দেয়া হলোঃ



All in all (সর্বেসর্বা) – He is all in all there.

All on a sudden (অকস্মাৎ) – All on a sudden he met me here.

A slow coach (ঢিলে লোক) – Nothing can be expected of a slow coach like you.

All the same (একই) – It is all the same to me whether you help me or not.

All over with (সব শেষ হওয়া) – It is all over with the patient.

As far as (যতদূর) – Work hard as far as possible.

As long as (যতক্ষণ পর্যন্ত) – I shall help you as long as I can.

As soon as (যত শীঘ্র) – Meet me as soon as possible.

As good as (প্রকৃত পক্ষে) – The Book is as good as new.

As though (যেন) – He behaved as though he were mad.

At a discount (যথার্থ মূল্যায়ন না হওয়া) – Simple living is at a discount now-a-days.

At all costs (যে কোনো প্রকারে) – He will do this at all costs.
At best (বড় জোর) – You are at best a fool.

At bay (কোণঠাসা) – The enemy was at bay.

At large (স্বাধীনভাবে) – They discussed the matter at large.

At long last (অবশেষে) – At long last we reached Dhaka.

By hook or by crook (যে কোন প্রকারে) – I shall achieve my goal by hook or by crook

By no means (কিছুতেই না) – I can by no means help you.

By dint of, By virtue of (গুণে) – He passed the examination by dint of hard labour.

By far (অত্যাধিক পরিমাণ) – Habib is by far the best boy in the class.

By all means (সর্ব প্রযত্নে)  - He tried by all means to win the first prize.

By and by (শীঘ্রই) – You will feel better by and by.

By the by (প্রসঙ্গক্রমে) – I say this only by the by.

By  means of (দ্বারা) – He came to power by means of treachery.

By turns (পর্যায়ক্রমে) – The nurses attended the patient by turns.

By way of (স্বরুপে) – He referred to the story by way of giving an example.



আশা করি সবাই উপরোল্লিখিত Phrase And Idioms গুলো ভালো ভাবে শিখে নিবে । আর তোমাদের কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব শেষ করলাম। আল্লাহ্‌ হাফেজ।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment