Translation কি এবং কিভাবে বাংলা থেকে ইংরেজি Translation করা যায়

Translation কি এবং কিভাবে বাংলা থেকে ইংরেজি Translation করা যায়

Translation কি এবং কিভাবে বাংলা থেকে ইংরেজি Translation করা যায়



Translation কি এবং এই সম্পর্কে কিছু কথা।

আমরা জানি এক  ভাষাকে অন্য ভাষায় রুপান্তর করে প্রকাশ করাকে Translation বলে। Translation সঠিকভাবে করতে হলে কয়েকটি জিনিস ভালো করে জানতে হবে। যেমন- Tense, Person, Number, Sentence Patterns, Auxiliary Verb এর ব্যবহার ইত্যাদি এবং Vocabulary. বেশির ভাগ শিক্ষার্থীই Translation করতে গিয়ে প্রধাণত যে সমস্যায় ভোগে তা হলো শব্দের ইংরেজি না জানা। প্রতিদিন কয়েকটি Word মুখস্থ করে এ সমস্যা দুর করা সম্ভব।


ইংরেজিতে Translation করার কয়েকটি কৌশলঃ



১. প্রথমে বাক্যটি পড়ে নিয়ে তার Verb, Object, Verb, এবং Mood – গুলো সঠিকভাবে যেনে নিতে হবে।

২. বাংলায় অনেক সময় অতীতকালের বিষয় বর্ণনা করতেও বর্তমান কাল ব্যবহার করা হয়। কিন্ত ইংরেজিতে তা চলে না। অতীত কালের বিষয় বোজাতে সব সময় অতীতকালই ব্যবহার করতে হয়।

৩. যদি কোনো কিছুর অস্তিত্ব আছে বা নেই বোঝায় এবং Subject টি Indefinite হয়,তবে introductory ‘there’ দিয়ে Sentence টি শুরু করতে হয়।



উদাহরণঃ

টেবিলের উপর একটি বই আছে ­­– There is a  book on the table
এক দেশে এক রাজা ছিল – there was a king a country.


৪. কোনো বাংলা শব্ধের হুবহু ইংরেজি প্রতিশব্দ জানা না থাকলে বাক্যের ভাব ধরে অনুবাদ করতে হবে; কোনো অবস্তায় ঔ স্থান শুন্য রাখা যাবেনা।

৫. অনুবাদ যেন সরল, সুন্দর, প্রাঞ্জল হয়।

৬. যদি Passage টি Past Tense- এ থাকে তবে এর অনুবাদও past tense করতে হবে।

৭. ইংরেজি অনুবাদের সুবিধার জন্য অনেক সময় একাধিক বাংলা বাক্যকে ইংরেজিতে এক বাক্য পরিণত করা হয়। আবার কখনো বিপরীতভাবে বড় ধরণের বাংলা বাক্যকে ভেঙ্গে সুবিধামতো একাধিক ইংরেজি বাক্যে অনুবাদ করা যায়।


এবার একটা Passage Translation করে নেওয়া যাকঃ


বাংলা উচ্চারণঃ

অনেকেই তাদের কর্তব্য কাজে অবহেলা করে। তারা মনে করে আলস্যে সময় কাটাতে পারলেই আনন্দ। তারা নির্বোধ। তারা পরিণামে দুঃখ ভোগ করে। প্রত্যেক কাজের  নির্দিষ্ট সময় আছে। যথসময়ে তা না করলে পরে কখনো সম্পন্ন হয় না।



ইংরেজি উচ্চারণঃ

Many people neglect their duties.  They think that it is a great pleasure if they can spend their time in idleness. They are fools. They suffer in the long run. Every work has its own time. If it is not done at the time it can never be finished.



আশা করি এই পোষ্টটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে আমদের লেখা টা সার্থক মনে হবে।  সকলের সুসাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত । আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ্‌ হাফেজ।



About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment