প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো । আমি আল্লাহ্র রহমতে ভালো আছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্ব পুর্ণ বিষয়। বিষয় টি হলো Verb এর শেষে '' ing '' যোগ করার নিয়ম. এই বিষয়ে জানা থাকলে অতি সহজে নিজে নিজে Verb এর শেষে “ ing '' যোগ করার নিয়ম সম্পাদন করতে পারবে। তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক।
Verb এরশেষে “ ing '' যোগ করার নিয়মঃ
যে কোন Continuous Tense গঠন কালেVerb এর শেষ অক্ষরে যদি Consonant (w, x, y ব্যতিত ) হয়এবং Consonant এর আগে একটি মাত্র Vowel থাকে তাহলে উক্ত Verb এর শেষে “ing” যোগ করার সময় Consonant টি Double হয়। যেমনঃ
[lock]
They are swimming (swim > swimm + ing = swimming)
ব্যখ্যাঃ উপরিল্লোখিত বাক্যের মধ্যে Main Verb টি হলো “Swim” নিয়ম অনুযায়ি “Swim” শ্বব্দের শেষ অক্ষর টি হলো “m” এবং তার পুর্বের বর্ণ হলো “i” আর “i” হলো Vowel আর নিয়ম অনুযায়ি Consonant এর আগের বর্ণটি হলো Vowel তাই Consonant ‘m’ টি Double বা দ্বিত্ব হয়েছে।
তেমনি ভাবে আরো কিছু উদাহরণঃ
They are running. (run>runn+ing).
He is Begging (beg> beg + ing).
Note: তবে Verb এরশেষ অক্ষর যদি W, X ওY তাহলে সাধারণ নিয়ম অনুযায়ি হবে।যেমনঃ
He is buying (buy+ing).
He is mixing (mix+ing).
They are allowing (allow+ing).
২. মূল Verb এর শেষে “e” থাকলে “ing” যোগ করার সময় “e” লোপ পাবে। অতঃপর “ing” যোগ হবে। যেমনঃ
He is writing (write > writ + ing = writing).
She is dancing (dance > danc + ing = dancing).
কিন্ত“e” এর পূর্বে”i” থাকলে “ing” যোগ করার সময় “e” লোপ পাবে এবং“I” এর পরিবর্তে “y” হবে। যেমনঃ
The man is dying (Die > Di> Dy+ing = Dying)
I am lying (Lie > Li > Ly+ing = Lying)
ব্যাখ্যাঃ এখানে মূল Verb টি হলো “dying“ আর এর Presnt Form হলো ‘Die’ আর ‘Die’ এর শেষ অক্ষর হলো “e” আর আমরা আগের Rule-এ জেনেছি যে মূল Verb এর শেষে ‘e’ থাকলে তা লোপ পাবে, আর তখন শ্বব্দটি হবে “Di” এখন দ্বিতীয় Rule এর নিয়ম অনুযায়ী ‘e’ এর আগে ‘i’ থাকলে তার পরিবর্তে ‘y’ বসাতে হয়।তাহলে প্রথম Rule থেকে “Di’ পেলাম আর দ্বিতীয় Rule অনুযায়ী ‘Di’ শ্বব্দটি পরিবর্তন হয়ে ‘Dy’। আর এই ‘Di’ এর সাথে ‘ing’ যোগ করলে আমরা “dying” শ্বব্দটি পাই।
আশা করি সবাই নিজের থেকে চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে । সকলের সুসাস্থ্য কামনা করে আজকের পর্ব শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ্ হাফেজ।