Verb এর শেষে “ s / es “ যোগ করার নিয়ম (How to add s / es at the end of verb)

Verb এর শেষে “ s / es “ যোগ করার নিয়ম (How to add s / es at the end of verb)


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো । আমি আল্লাহ্‌র রহমতে ভালো আছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্ব পুর্ণ বিষয়। বিষয় টি হলো Verb এর শেষে “ s / es “ যোগ করার নিয়ম. এই বিষয়ে জানা থাকলে অতি সহজে নিজে নিজে  Verb এর শেষে “ S/es “ যোগ করার নিয়ম সম্পাদন করতে পারবে। তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক।


How to add  s / es at the end of verb



Verb এরশেষে “ s / es “ যোগ করার নিয়মঃ




১. মূল Verb এর শেষে  o, ch, sh, ss x থাকলে “es” যোগ করতে হয়।

  • তিনি আমাকে ইংরেজি শেখান – He teaches (teach+es) me English.
  • সে নদীতে মাছ ধরে – He fishes (fish+es) in the river.
  • হাবিব ভালো চরিত্রের অধিকারী – Habib possesses (possess+ es) a good character.
  • সে স্কুলে যায়– She goes (go+es) to school.
  • সামির অসৎ লোকের সঙ্গে মিশে– Samir mixes (mix+es) with a dishonest man.


২. Main Verb এর শেষে ‘y’ এবং ‘y’ এর আগে consonant থাকলে ‘y’ এর স্থলে ‘I’ বসে এবং তার শেষে ‘es’ যোগ করতে হয়। যেমনঃ


সে একটি জাল বহন করে–  He carries (carry+es  “”এখানে carry শ্বব্দের শেষের অক্ষর ‘y’ এর পুর্বে  consonant ‘r’ থাকার কারনে ‘y’ উঠে গিয়ে তার পরিবর্তে  I’ বসেছে””)


  • বালকটি কাঁদে -  The boy cries (cry+es).





নোটঃ যদি মূল verb এর শেষে “y” থাকে এবং “y” এর পূর্বে vowel থাকে তবে ”y” উঠবে না, বরং তার শেষে  শুধু ”s” যোগ করতে হয়। যেমনঃ



  • সে প্রার্থনা করে– He prays (pray+s).
  • সে তার পিতামাতার কথা মেনে চলে – She obeys (obey+s) his parents.



উপরোক্ত দুটি নিয়ম ছাড়া Simple Indefinite Tense এর Subject 3rd person Singular Number হলে verb এর শেষে শধুমাত্র “s” যোগ করতে হয়। যেমনঃ


  • সে হাসে – She laughs (laugh+s).
  • শানজিদা পড়ে – Shanzida reads (read+s)


আশা করি সবাই নিজের থেকে চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে । সকলের সুসাস্থ্য কামনা করে আজকের পর্ব শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ্‌ হাফেজ।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment