সায়্যিদুল ইস্তেগফার

اللهم انت ربى لا اله الا انت خلقتنى وانا عبدك وانا على عهدك ووعدك  ما استطعت  ابوء لك  بنعمتك  على  وابوء   لك  بذنبى  فاغفرلى فانه  لا يغفر الذنوب الا انت- اعوذ بك من شر ما صنعت- بخارى شريف جلد ثانى ۹۳۶

ভাবার্থ:  আল্লাহ  তুমি  আমার  প্রভু!  তুমি  ব্যতীত  কোন  উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার বান্দা।    আমি    আমার    সাধ্যনুযায়ী    তোমার    চুক্তি    ও  অঙ্গীকারের  উপর    আছি।  আমি   স্বীকার    করি   আমার প্রতি     তোমার     দানকে     এবং     স্বীকার     করি     আমার  অপরাধকে।  সুতরাং  তুমি  আমাকে     মা  কর।  কেননা, তুমি ব্যতীত  অপরাধরাশি  মা   করার আর কেউ   নেই। আমি   আমার  কৃতকার্যের  মন্দ  পরিণাম   হতে   তোমার নিকট আশ্রয় চাই।





ফজিলত  :   বুখারি শরীফ  ২য়   জিলদের  ৯৩৬  পৃষ্ঠা   ও মিশকাতশরীফের ২০৪ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে- নূরনবী  সাল্লাল্লাহু     আলাইহি  ওয়াসাল্লাম  এরশাদ  করেন-    ‘যে ব্যক্তি   উপরোক্ত সায়্যিদুল ইস্তেগফারের  উপর  বিশ্বাস  স্থাপন   করে   রাতের   বেলায়      পাঠ   করে   অতঃপর   ঐ রাতেই  মৃত্যুবরণ  করে  সে  ব্যক্তি  জান্নাতি  হবে।  আর  যদি সকাল  বেলা পাঠ করে   আর  ঐ দিনেই  মারা যায় তাহলেও সে ব্যক্তি জান্নাতি হবে।

আবু দাউদশরীফে      বর্ণিত        আছে        যে,      রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এরশাদ   করেছেন,  যে ব্যক্তি  বেশি  বেশি  করে  তওবা  করবে  আল্লাহতা’য়ালা  তার  সমস্ত অসুবিধা দূর করে  দিবেন  এবং তাকে এত  বেশি   পরিমাণ    সম্পদ   দান    করবেন    যা   সে   কল্পনা করতেও পারে না।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

إرسال تعليق