বাড়ি ভাড়া সংক্রান্ত চুক্তিপত্র রচনা কর।
বাড়ি ভাড়া সংক্রান্ত চুক্তিপত্র
প্রথম পক্ষঃ দ্বিতীয় পক্ষঃ
হাবিব সাকিব
৮৫ দক্ষিণ বাসাবো, ঢাকা পল্লী উন্নয়ন বোর্ড, ঢাকা
আমরা উভয়পক্ষ সাক্ষিগণের উপস্থিতিতে নিন্মলিখিত শর্তসমূহ মেনে নিয়ে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং স্বেচ্ছায় চুক্তিপত্রে স্বাক্ষর করলামঃ
চুক্তির শর্তসমূহ
১) আমি প্রথম পক্ষ, আমার ৮৫ দক্ষিণ বাসাবোস্থ টিনশেড ঘরটি যা পাঁচ কামরাবিশিষ্ট মাসিক ৭০০০ (সাত হাজার) টাকা ভাড়ায় দ্বিতীয় পক্ষকে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ভাড়া দিলাম।
২) এ ভাড়ার মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। দ্বিতীয় পক্ষ ইচ্ছা করলে পুনরায় নতুন শর্তে প্রথম পক্ষের কাছ থেকে বাড়ি ভাড়া নিতে পারবেন।
৩) দ্বিতীয় পক্ষ উক্ত ঘরটির ভাড়া পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রথম পক্ষেকে দিতে বাধ্য থাকবেন।
৪) দ্বিতীয় পক্ষ ঘরটির কোন ক্ষতি সাধন করতে পারবে না। ঘরের কোনওরূপ ক্ষতি হলে দ্বিতীয় পক্ষ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
৫) দ্বিতীয় পক্ষ এ ঘরটির অন্যের ব্যবহারের জন্য ভাড়া দিতে পারবেন না। দ্বিতীয় পক্ষ ঘরটি মেয়াদ শেষ হওয়ার পূর্বে ছেড়ে দিতে চাইলে তিন মাস পূর্বে প্রথম পক্ষকে জানাতে হবে।
৬) উপযুক্ত শর্তাবলি দ্বিতীয় পক্ষ ভঙ্গ করলে প্রথম পক্ষের দুই মাসের নোটিশে দ্বিতীয় পক্ষ ঘর ছেড়ে দিতে বাধ্য থাকবেন।
৭) প্রথম পক্ষ এসব চুক্তি ভঙ্গ করলে দ্বিতীয় পক্ষকে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
সাক্ষিগণঃ স্বাক্ষরঃ
১) মোঃ সাকিব প্রথম পক্ষঃ হাবিব
২৯/এ হাবিব রোড, ঢাকা ০১/০১/২০২২
২) শফিকুল ইসলাম দ্বিতীয় পক্ষঃ সাকিব
৮৫ বাসাবো, ঢাকা ০১/০১/২০২২ ইং
৩) হাবিব গাজী
চাঁদপুর