সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে
আমাদের মধ্যে অনেকেই শুধু নিজের স্বার্থের কথা ভাবে। অথচ সে বোঝে না বা বুঝতে চায় না যে, গোটা সমাজের, গোটা দেশের ও সারা পৃথিবীর মানুষের পরিশ্রমের, ত্যগের ও সেবার সুযোগও সে ভোগ করছে। এভাবে একজন বা এক দল স্বার্থপর ব্যক্তির সঙ্গে আরেকজন বা আরেক দল স্বার্থপর লোকের দ্বন্দ বেঁধে যায়। সকলের স্বার্থের কথা, সুখের কথা ভেবে সকলে মিলে সুখ বা দুঃখ ভাগ করে নেব, এ কথা যদি চিন্তা করি ও কাজ করি তাহলে সমাজের সকলে সুখী হবে। সকলের স্বার্থ রক্ষিত হবে। সবাই যদি পরের চিন্তা করে তাহলে কেউ অসুখী হবে না। কিন্তু কেউ একার চিন্তা করলে অন্যরা বাদ পড়বে। তাই আমাদের আদর্শ হওয়া উচিত পরের কল্যাণের জন্যে নিজেকে বিলিয়ে দেয়া। তবেই সমাজ সুখী, আনন্দময় ও কল্যাণকর হবে।