ইচ্ছা থাকলে উপায় হয়
কোনো কাজে সফলতা লাভ করতে হলে তার জন্য প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তির প্রভাবেই মানুষ অসাধ্যকে সাধন করতে পেরেছে। ইচ্ছা ব্যতীত মানুষ সম্মুখে অগ্রসর হতে পারে না। প্রথমে কোনো সমাধান পাওয়া না গেলেও পরে একটি উপায় নিশ্চয় খুঁজে পাওয়া যায়। সেটা একমাত্র ইচ্ছাশক্তির দ্বারা। জীবনের উন্নতি করতে হলে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। একমাত্র ইচ্ছাশক্তির প্রভাবেই তখন সকল বাধা-বিপত্তিকে হার মানিয়ে জয়ী হওয়া সম্ভব। ইচ্ছাশক্তিই মানুষের সাহসিকতা ও ধৈর্য বাড়িয়ে সফলতার দ্বার-প্রান্তে পৌছে দেয়। তাই বলা যায় – ‘ইচ্ছা থাকলে উপায় হয়’