পুস্প আপনার জন্য ফোটে না
মানব জীবনে চরম সার্থকতা অন্যের উপকারে নিজের জীবন বিলিয়ে দেয়ার মাধ্যমে। পরিণত বয়সে বৃক্ষ ফুল ও ফল দেয়। ফুল যেমন আপন বৈচিত্র্যে ফুটলেও অন্যকে তার সৈন্দর্য্য দান করে নিজের সার্থক করে তোলে। ফুলের সৌন্দর্যে মানব জীবনে সুখকর হলে, ফুল নিজে তার গন্ধে মাতোয়ারা নয়। ফুল নিজ বৈশিষ্ট্যে বিকশিত হয় মাত্র। কিন্তু অপরকে আনন্দ দান করাই তার বিকশিত হবার মূল উদ্দেশ্য। তেমনি মানব জীবনেও ফুলের মতো অন্যের সেবা ও উপকার করাই মানব জীবনের আদর্শ। মানুষ যদি ফুলের আদর্শে গঠিত হয়ে তার সদগুণাবলি অপরের কল্যাণে উৎসর্গ করে, তবেই মানব জীবনের জন্ম লাভের স্বার্থকতা।