ভাবসম্প্রসারণঃ চকচক করলে সোনা হয় না

 চকচক করলে সোনা হয় না


বাহ্যিক সৌন্দর্য্য চাকচিক্য দ্বারা কাউকে ঠিকভাবে মূল্যায়ন করা যায় না স্বর্ণ মূল্যবান ধাতু, এর বর্ণ উজ্জ্বল তামা পিতল প্রভৃতি ধাতুকে উত্তমরূপে পরিস্কার করলেও সোনার মতো চাকচিক্য উজ্জ্বল দেখাবে, কিন্তু তা সোনার মতো মর্যাদা পাবে না নকলের চাকচিক্য ক্ষণস্থায়ী সত্য একদিন প্রকাশ হবেই তেমনি বিশ্বে কাউকে তার বাহ্যিক রূপ জাঁকজমকপূর্ণ পোশাকপরিচ্ছেদ দিয়ে ঠিকভাবে মূল্যায়ন করা যায় না মানুষকে বিচার করতে হবে তার গুণ কর্ম দিয়েতার বাহ্যিক রূপ বা সৌন্দর্য দিয়ে নয় বাহ্যিক চাকচিক্য তাকে সুন্দর দেখালেও তার মননশীলতা পূর্ণতা পায় না

Post a Comment

Support Us