চকচক করলে সোনা হয় না
বাহ্যিক সৌন্দর্য্য ও চাকচিক্য দ্বারা কাউকে ঠিকভাবে মূল্যায়ন করা যায় না। স্বর্ণ মূল্যবান ধাতু, এর বর্ণ উজ্জ্বল। তামা ও পিতল প্রভৃতি ধাতুকে উত্তমরূপে পরিস্কার করলেও সোনার মতো চাকচিক্য ও উজ্জ্বল দেখাবে, কিন্তু তা সোনার মতো মর্যাদা পাবে না। নকলের চাকচিক্য ক্ষণস্থায়ী। সত্য একদিন প্রকাশ হবেই। তেমনি এ বিশ্বে কাউকে তার বাহ্যিক রূপ ও জাঁকজমকপূর্ণ পোশাক – পরিচ্ছেদ দিয়ে ঠিকভাবে মূল্যায়ন করা যায় না। মানুষকে বিচার করতে হবে তার গুণ ও কর্ম দিয়ে – তার বাহ্যিক রূপ বা সৌন্দর্য দিয়ে নয়। বাহ্যিক চাকচিক্য তাকে সুন্দর দেখালেও তার মননশীলতা পূর্ণতা পায় না।