একতাই বল
মিলেমিশে কাজ করার ইচ্ছেই হচ্ছে একতা। মিলেমিশে কাজ করলে তাতে হারলেও লজ্জা পাওয়ার কিছুই নেই। একজন লোকের পক্ষে যে কাজ করা কঠিন, দশজন মিলে সেই কাজ করা খুবই সহজ। যেমন একটি লাঠি সহজেই ভেঙ্গে ফেলা যায়; কিন্তু অনেকগুলো লাঠি একত্র করে আঁটি বাঁধলে তা সহজে ভাঙ্গতে পারে না। একজন লোককে সহজেই পরাজিত করা যায় কিন্তু কয়েকজন একত্রিত হয়ে দল গঠন করলে, তাদেরকে পরাজিত করা যায় না। সেরূপ যে জাতি একতাবদ্ধ সে জাতিই আজ পৃথিবীতে উন্নত জাতি হিসেবে পরিচিত।