সময় কারো অপেক্ষায় থাকে না। চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় কর, ইহাকে ভাউ দেখাও, অপেক্ষা করবে না। সময় চলিয়া যাইবে আর ফিরেবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায় কিন্তু সময় একবার চলিয়া গেলে আরা ফিরিয়া আসে না। অতীতের সময়ের জন্য অনুশোচনা করিলে কোনো ফল হইবে না।
সারাংশঃ সময় নদীর স্রোতের মতো সামনে বয়ে চলে, কারো অনুনয় বা ভায় প্রদর্শনে স্থির
থাকে না। কান্নাকাটি করলেও অতীত সময় ফিরে পাওয়া যায় না।