Write a short composition about “Kindness”. Answer the following questions in your composition. (“দয়া” সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও সহজ রচনা লেখ। তোমার রচনায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও)
Kindness is a virtue. Persons who show sympathy towards others are kind. We should be kind towards others to please the Almighty. We can be kind doing good to others and forgive others' faults. If we become kind the Almighty will show kindness to us and society will run smoothly.
বাংলা অনুবাদঃ দয়া একটা গুণ। যে ব্যক্তিরা অন্যদের প্রতি সহানুভূতি দেখায় তারা দয়ালু। সর্বশক্তিমানকে সন্তুষ্ট করার জন্য আমাদের উচিত অন্যদের প্রতি দয়ালু হওয়া। আমরা অন্যদের জন্য ভালো কিছু করে এবং অন্যের দোষ ক্ষমা করে দয়ালু এবং উদার হতে পারি। যদি আমরা দয়ালু হই তবে সর্বশক্তিমান আমাদের প্রতি সদয় হবেন এবং সমাজ সুন্দরভাবে চলবে।