A Firefighter (একজন দমকলকর্মী)
A firefighter is a person who rushes to extinguish fire whenever there occurs such an accident. He has his departmental uniform, generally khaki in colour. A person needs physical fitness, bravery, basic education, and proper training to become a firefighter. A firefighter prevents fire and also trains people on what to do if there is a fire. His job is sacred as he sometimes goes forward to save other’s lives at the risk of his own life.
বাংলা অনুবাদঃ যখনই কোনো জায়গায় আগুন লাগে তখন যে লোকটি আগুন নেভানোর জন্য ছুটে যায় তাকে দমকলকর্মী বলে। সে তার বিভাগের খাকি রঙের পোশাক পরিধান করে। দমকলকর্মী হওয়ার জন্য একজন ব্যক্তির শারীরিক যোগ্যতা, সাহস, মৌলিক শিক্ষা এবং উপযুক্ত প্রশিক্ষণ থাকতে হবে। একজন দমকলকর্মী আগুন নেভায় / প্রতিরোধ করে এবং আগুন লাগলে কী করতে হয় সে সম্পর্কে লোকজনকে প্রশিক্ষণ দেয়। তার কাজ ঝুঁকির কারণ মাজে মধ্যে সে নিজের জিবনের ঝুঁকি নিয়েও অন্যের জীবন বাঁচানোর জন্য এগিয়ে যায়।