Complete Guide of Syllable in Bangla Definition * Meaning * Examples
Syllable কি? Syllable অর্থ শব্দাংশ। ইংরেজি ভাষায় ছোট বড় অনেক Word আছে। তাদের মধ্যে কোন কোন Word একবারে, কোন কোন Word দুইবারে আবার কোন কোন Word তিনবারে বা তার চেয়ে বেশিবারে ভেঙ্গে উচ্চারণ করতে হয়। শব্দের মধ্যে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশ এক একটি Syllable।[no_toc]
Syllable কাকে বলে?
Word – এর যে অংশটুকু একবারে উচ্চারণ করা হয়, সে অংশটুকু কে Syllable বলে।
Syllable এর প্রকারঃ Syllable ৪ প্রকার। যথা –
Mono Syllable (মনো সিল্যাবল) – এক শব্দাংশ
Di Syllable (ডাই / ডি সিল্যাবল) – দুই শব্দাংশ
Tri Syllable (ট্রাই / ট্রি সিল্যাবল) – তিন শব্দাংশ
Poly Syllable (পলি সিল্যাবল) – চার বা চারের অধিক শব্দাংশ
Mono Syllable এর সংজ্ঞাঃ
যে word – এ একটি মাত্র Syllable থাকে এবং উক্ত Word – টি একবারেই উচ্চারণ করা যায়, তাকে Mono Syllable বলে।
যেমনঃ Hen, Cow, Sun, Moon, Bag, Door, Pen etc.
Di Syllable এর সংজ্ঞাঃ
যে Word – এ দুটি Syllable থাকে এবং উক্ত Word – টি দুইবারে উচ্চারণ করতে হয়, তাকে Di Syllable বলে।
যেমনঃ
Father = Fa-ther.
Mother = Mo – ther
Tri Syllable এর সংজ্ঞাঃ
যে Word – এ তিনটি Syllable থাকে এবং উক্ত Word – টি তিনবারে উচ্চারণ করতে হয়, তাকে Tri Syllable বলে।
যেমনঃ
Citizen = Ci + ti + zen.
Umbrella = Um + bre + lla
Poly Syllable এর সংজ্ঞাঃ
যে Word – এ তিনের অধিক Syllable থাকে এবং উক্ত Word – টি তিনের অধিক বারে উচ্চারণ করতে হয়, তাকে Poly Syllable বলে।
যেমনঃ
Examination = Exa + mi + na + tion.
University = U + ni + ver + sity
Note: স্মরণ রাখবে যে, Syllbale এর ক্ষেত্রে প্রতিটা Word – এ একটি করে Vowel (Vowel পাঁচটি – A, E, I, O, U) থাকতে হবে।
যেমনঃ
Population = Po + pu + la + tion এর ব্যাখ্যা –
Po = p + o এখানে “o” হলো Vowel.
Pu = p + u এখানে “u” হলো Vowel.
La = l + a এখানে “a” হলো Vowel.
Tion = t + I + o + n এখানে “ i & o” হলো Vowel.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন
সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল
দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার
এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ
পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।