কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদুর?
মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায়গো লয়
আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে মিলি যবে পরস্পর
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়েঘরে।
সারমর্মঃ স্বর্গ ও নরক মানুষেরই মাঝে। তাই মানুষ আপন কর্মগুণ অনুসারে স্বর্গ-সুখ ও নরক যন্ত্রণা ভোগ করে। মানুষ যখন হিংসা ভুলে পরস্পরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে তখনই স্বর্গ এসে ধরা দেয়। আর যদি পাপ কাজে নিয়োজিত থেকে জীবন কাটায় তাহলে নরক যন্ত্রণা ভোগ করে।