যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি

 যে জন দিবসে মনের হরষে

জ্বালায় মোমের বাতি।

আশুগৃহে তার দেখিবে না আর

নিশিথে প্রদীপ বাতি।

 

 

দিনে আলো জ্বালানো নিস্প্রয়োজনযে ব্যাক্তি দিনে আলো জ্বালিয়ে অযথা টাকা পয়সা অপচয় করে, সে নিশ্চয়ই এক সময় দরিদ্র হয়ে পড়ে। শেষে তার ঘরে রাতের বেলায় আলো জ্বালানোর সংস্থানও থাকে না।

إرسال تعليق