Hello Viewers! বাংলায় বৃহৎ লার্নিং হাবে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আর হ্যাঁ আমিও ভালো আছি। আজকের পর্বে আমরা আলোচনা করবো, NPM এর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
- নোড মডিউল গ্লোবাল ইন্সটল করতে হলে, এই কমান্ড npm install / npm i.
- আপনার প্রজেক্টের মধ্যে নির্দিষ্ট কোন প্যাকেজ ইন্সটল করতে হলে, এই কমান্ড npm install <package name> / npm i <package name>
- প্রজেক্টের ইন্সটল করা সকল প্যাকেজ এক সাথে আপডেট করতে হলে, এই কমান্ড npm update এবং নির্দিষ্ট কোন প্যাকেজ আপডেট করতে এই কমান্ড npm update <package name>
- কোন প্যাকেজের নির্দিষ্ট কোন ভার্শন ইন্সটল করতে হলে, এই কমান্ড npm install <package name>@<version> / npm i <package name>@<version>
- প্রজেক্ট রান করাতে, এই কমান্ড npm run <project-name>
- কোন প্যাকেজ গ্লোবালি ইন্সটল করার জন্য, এই কমান্ড npm install –g / npm i –g
- ইন্সটল করা প্যকেজ দেখার জন্য এই কমান্ড npm list
- কোন প্যাকেজ আনইন্সটল করতে হলে, এই কমান্ড npm uninstall <package name>
- লোকাল মেশিনে গ্লোবালি কোন কোন প্যাকেজ ইন্সটল করা আছে তা দেখতে এই কম্যান্ড npm -g list
উপরিল্লোখিত কমান্ডগুলো যে কোন Node এর প্রজেক্টের মধ্যে ব্যবহার হয়, তাছাড়াও অনেক কমান্ড রয়েছে যে গুলো আমাদের প্রজেক্টের প্রয়োজন অনুসারে শিখে নিতে হবে। আর এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিজিট করুন এখানে (https://nodejs.dev/en/learn/an-introduction-to-the-npm-package-manager/)। আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আর পোষ্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এখানে উল্লেখিত হয় নি এমন কোন কমান্ড জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোন ব্লগে।