বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা


বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা

      বিপদে আমি না যেন করি ভয়

দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা

      দুঃখ যেন করিতে পারি জয়

সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে

      সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা

নিজের মনে না যেন মানি ভয়।

 

সারমর্মঃকবির প্রার্থনা এই যে, তিনি যেন বিপদে – আপদে প্রশ্চাতপদ না হয়ে দুঃখকে জয় করতে শক্তি অর্জন করতে পারেন। তিনি স্বাবলম্বী হতে প্রয়াসীযে কোন ক্ষতি – বঞ্চনায় যেন তার মনোবল অটুট থাকতে পারে এটাই কবির প্রার্থনা। 

Post a Comment