What is Letter | Complete Guide of Letter

 Letter

Letter (বর্ণ) কি? Letter হলো যে কোন ভাষার ক্ষুদ্রতম অংশ। আমরা কথা বলার সময় কতগুলো Sound বা ধ্বনি ব্যবহার করে থাকি। এই Sound বা ধ্বনি গুলো লিখে প্রকাশ করতে গিয়ে আমাদের কতগুলো চিহ্ন ব্যবহার করতে হয়। আর এসব সংকেত বা চিহ্নগুলো হলো Letter.



What is letter, letter

উদাহরণঃ যদি “A” মুখে বলি, তবে A হবে Sound. আর যদি A লিখে প্রকাশ করি, তবে A হবে Sound এর লেখ্য রূপ, যাকে আমরা Letter বলি।

 

Letter (বর্ণ) কাকে বলে? ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে Letter বলে।

যেমনঃ A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M ইত্যাদি।

 

আকৃতিগত দিক থেকে Letter এর প্রকারভেদঃ আকৃতিগত দিক থেকে Letter দুই প্রকার। যথাঃ

১) Capital Letter বা বড় হাতের অক্ষর।

২) Small Letter বা ছোট হাতের অক্ষর।

নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

Capital Letter বা বড় হাতের অক্ষর কাকে বলে?

বড় হাতের অক্ষরের লিখিত রূপকে Capital Letter বলে।

যেমনঃ A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Small Letter বা ছোট হাতের অক্ষর কাকে বলে?

ছোট হাতের অক্ষরের লিখিত রূপকে Small Letter বলে।

যেমনঃ a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

 

Alphabet 

Alphabet অর্থ  বর্ণমালা। গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ Alpha (আলফা) এবং দ্বিতীয় বর্ণ Beta (বিটা) থেকে ইংরেজি বর্ণমালার নাম দেওয়া হয়েছে Alphabet. ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬ টি Letter আছে। এগুলোই হচ্ছে Alphabet.

 

Alphabet (বর্ণমালা) কাকে বলে?

ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬ টি Letter আছে। এই Letter গুলোকে একত্রে Alphabet বলে।

 

Alphabet এর প্রকারভেদঃ 

Alphabet 2 প্রকার। যথাঃ  Vowel (স্বরবর্ণ) & Consonant (ব্যঞ্জণবর্ণ)

 

Vowel (স্বরবর্ণ) কাকে বলে?

ইংরেজি বর্ণমালায় যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাদেরকে Vowel বলে। ইংরেজিতে Vowel ৫ টি। যথাঃ  A, E, I, O, U


Consonant (ব্যঞ্জণবর্ণ) কাকে বলে?

ইংরেজি বর্ণমালায় যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাদেরকে Consonant বলে । ইংরেজিতে Consonant ২১ টি। যথাঃ B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z.

 

Semi Vowel (অর্ধ-স্বরবর্ণ) কাকে বলে?

ইংরেজি বর্ণমালায় এমন দুইটি বর্ণ আছে যেগুলো Word এ কখনও Vowel, কখনও Consonant  এর ন্যায় কাজ করে থাকে। তাই এই বর্ণ দুইটিকে Semi-vowel বলে। বর্ণ দুইটি হলো -  W & Y.

 

নোটঃ W এবং Y যখন কোন শব্দের প্রথমে বসে তখন এদেরকে Consonant বলে এবং যখন শব্দের মধ্যে বা শেষে বসে তখন Vowel বলে। এই উভয় কারণে এদেরকে Semi-vowel (অর্ধস্বর) বলে। 



আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয। 

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment