একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় তোমার আনুভূতি ব্যক্ত করে তোমার কোনো বন্ধুকে একটি পত্র লেখ।
অথবা,
একুশে ফেব্রুয়ারিকে বিশ্ব মাতৃভাষা দিবস ঘোষণায় তোমার আনুভূতি জানিয়ে বিদেশি বন্ধুর নিকট একটি পত্র রচনা কর।
প্রিয় ‘M’ ঢাকা,
বাংলাদেশ
২২
ফেব্রুয়ারি, ২০২২
পত্রের শুরুতে একরাশ প্রীতি ও শুভেচ্ছা রইল।
আশা করি মহান স্রষ্টার আপরিসীম করুণায় বন্ধুবান্ধবদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যেই দিনাতিপাত
করছ। পর সমাচার, আজ আমি তোমাকে এমন একটি বিষয় অবহিত করবো যা বাঙ্গালি জাতির জন্য অতি
গৌরবের বিষয়। পৃথিবীতে স্বাধীনতা আন্দোলন, মুক্তি আন্দোলন, শ্রম আন্দোলন বহু হয়েছে;
কিন্তু ভাষা আন্দোলনের ঘটনা ইতিহাসে বিরল। একমাত্র বাঙালী জাতিই বাংলা ভাষা প্রতিষ্ঠার
দাবি নিয়ে ভাষা আন্দোলনের গৌরব অর্জন করেছে – একথা তুমি নিশ্চয় জানো। তবু বলতে হয়,
মাতৃভাষা মানুষের প্রাণের ভাষা। মাতৃভাষাকে ভালোবাসে না এমন মানুষ জগতে নেই। মা, মাতৃভাষা
ও মাতৃভূমির চেয়ে প্রয়বস্তু মানুষের কাছে আর কিছু নেই। বিদেশি ভাষা যতই সমৃদ্ধ হোক,
তা কখনো মাতৃভাষার বিকল্প হতে পারে না। মাতৃভাষাকে ভালোবেসে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি
বাঙালি জাতি তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল। শহীদ হয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার
প্রমুখ ভাষাসৈনিক। বাঙালির সেই রক্ত , সেই ত্যাগ বৃথা যায় নি। রক্তের বিনিময়ে আমরা
আদায় করেছি মাতৃভাষায় কথা বলার অধিকার। এ দিনটি শুধু বাঙালি জাতির ইতিহাসেই নয় বিশ্বের
ইতিহাসেও একটি স্মরণীয় দিন। ‘শহীদ দিবস’ হিসেবে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি
পালিত হয়। বিশ্বব্যাপি বাংলা ভাষার মর্যাদাকে সমুন্নত করার লক্ষ্যে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
ইউনেস্কোর ৩১ তম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে
পালনের স্বীকৃতি পায়। পূর্বে যে দিবসটি কেবল ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হতো আজ তা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশে ফেব্রুয়ারি কেবল ঢাকার শহীদ মিনারে নয়, বরং বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। একজন বাঙালি হিসেবে আমার
কাছে এর চেয়ে গৌরবের বিষয় আর কী হতে পারে? বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ। এই
ভাষায় আমার জীবন-মরণ। বাংলা ভাষা আমার অহংকার, বাংলা ভাষা আমার গর্ব। এ ব্যাপারে তোমার
অনুভূতির কথা জানালে আনন্দিত হবো।
পরিশেষে তোমার সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য
কামনা করে আজ এখানেই শেষ করছি। তোমার কুশলাদি জানিয়ে আমাকে আশ্বস্ত করো।
ইতি
তোমার বন্ধু
“A”