ডেঙ্গুজ্বর প্রতিরোধকল্পে তোমাদের কলেজে অতিসম্প্রিতি যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়ে প্রবাসি বন্ধুকে একটি পত্র লেখ। ...
ডেঙ্গুজ্বর প্রতিরোধকল্পে তোমাদের কলেজে অতিসম্প্রিতি যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়ে প্রবাসি বন্ধুকে একটি পত্র লেখ।
অথবা
ডেঙ্গু প্রতিরোধে তোমাদের কলেজ কর্তৃক গৃহীত কর্মসূচি সম্পর্কে জানিয়ে প্রবাসি বন্ধুকে একটি পত্র লেখ।
প্রিয় “S” ঢাকা, বাংলাদেশ
০০ জানুয়ারি ০০০৯
পত্রের শুরুতে আমার শুভেচ্ছা রইল। আশা করি
সূদুর প্রবাস জীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে কুশলেই আছ। এদিকে আমরাও ভালো আছি।
পর সামাচার, দেশ থেকে বহুদূরে অবস্থান করলেও
আধুনিক যোগাযোগ ব্যবস্থা আর স্যটেলাইটের কল্যাণে হয়ত জানতে পেরেছ যে, বাংলাদেশে সম্প্রিতি
ডেঙ্গুজ্বরের প্রকোপ দেখা দিয়েছে। তবু তোমার অবগতির জন্য বলছি, বাংলাদেশের বিশেষ করে
রাজধানী ঢাকা এখন মারাত্মক ডেঙ্গুভীতিতে আক্রান্ত। এডিস নামক এক ধরনের ভয়ঙ্কর মশা ডেঙ্গুজ্বরের
জীবাণু ছড়িয়ে দিচ্ছে। ডেঙ্গুজ্বরের কোন কার্যকর চিকিৎসা নেই। তাই এডিশ মশা নিধনই তা
থেকে পরিত্রাণের একমাত্র উপায়। তুমি জেনে আনন্দিত হবে যে, সম্প্রীতি আমাদের কলেজের
উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধকল্পে এক প্রশ্নংসনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছিল। আমরা একদল
ছাত্র পৌর কর্তৃপক্ষের সহায়তার এডিস মশা নিধন ও গণসচেতনতা সৃষ্টির কার্যক্রমে অংশ নিয়েছিলাম।
সে অভিযানে আমরা নিজেদের এলাকার সকল বাড়ীর ময়লা-আবর্জনা স্যাঁতসেঁতে স্থান পরিষ্কার
করেছি। আবাসিক এলাকার নালা-নর্দমাগুলো নিজেরা পরিষ্কার করে মশক নিধন ওষুধ ছিটিয়েছি।
আমাদের সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তারও ছিলেন যিনি ডেঙ্গুজ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার
সম্পর্কে জনগণকে অবহিত করেছেন। একই সাথে ডেঙ্গুজ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে
লিফলেট বিতরণ করেছি। স্থানীয় লোকজন আমাদের মহৎ উদ্যোগকে বাহবা দিয়েছে। আমাদের এ উদ্যোগ
সম্পর্কে অবশ্যই তোমার মন্তব্য জানাবে।
তোমার সর্বময় মঙ্ঘল ও সুস্বাস্থ্য কামনা করছি।
সেই সাথে প্রবাস জীবনের অভিজ্ঞতা জানিয়ে পত্র লেখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি।
ইতি
তোমার শুভাকাঙ্ক্ষী
“M”
COMMENTS