প্রাক প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক 2023

 প্রাক প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক 2023


প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকের এই ব্লগে, বাংলাদেশ সরকার এনসিটিবি (NCTB – National Curriculum and Textbook Board) এর মাধ্যমে প্রতিবছরে  বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই প্রদান করে থাকেন। আর যা সাধারণত প্রতি বছরের শুরুতে দিয়ে থাকে। তার পাশাপাশি আধুনিক সময়ের প্রেক্ষাপটে অফলাইন এর পাশাপাশি অনলাইনেও বই পাওয়া যায় , যা আমাদের প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে পারি এবং এর পরিপূর্ণ সুফল পেয়ে থাকি। তাই আজকে আমি আপনাদের মাঝে 2023 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক স্তরের সকল বই শেয়ার করবো যাতে করে আপনারা আপনাদের প্রয়োজনমতো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

 👉 সকল শ্রেনীর বই PDF ডাউনলোড


Book Name            Download Link

 

আমার বই – Download

 

এসো লিখতে শিখি – Download

 

ফ্ল্যাশ কার্ড – Download

 

ফ্লিপ চার্ট – Download

 

ব্যঞ্জন চার্ট – Download

 

স্বরবর্ণ চার্ট - Download

 

গল্পের বইঃ

 

টিং টংকের গল্প – Download

 

লাল পোকার গল্প – Download

 

অপুর বিড়াল – Download

 

বেড়ানোর একদিন – Download

 

বর্গরাজা ও ত্রিভুজরানি – Download

 

চাচা বাজারে যান – Download

 

ফুল ফোটার আনন্দ – Download

 

খুশি একদিন কুসুমপুরে – Download

 

কোথায় আমার মা – Download

 

মজার মামা  - Download

 


 👉 সকল শ্রেনীর বই PDF ডাউনলোড

 

তবে বই গুলো আপনারা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে পড়তে পারবেন, এর জন্য আপনাদের মোবাইল এবং কম্পিউটারে পিডিএফ রিডার ইন্সটল থাকতে হবে। আমি সাজেশন করবো আপনারা Adobe Acrobat Reader আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে সেটাপ / প্লেস্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন। আর যদি আপনাদের বই ডাউনলোড অথবা এপ্স ইন্সটল করতে আসুবিধা হয়। তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি অতি দ্রুত আপনাদের সমস্যা সমাধান করা চেষ্টা করবো।

Post a Comment

Support Us