তোমার ছোট ভাইকে নকলের কুফল উল্লেখপূর্বক
লেখাপড়া করার উৎসাহ দিয়ে একটি পত্র লেখ।
অথবা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করার জন্য
ছোট ভাইকে উপদেশ দিয়ে একখানা পত্র লেখ।
অথবা, “পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যাক্তি
তথা জাতির জন্য হুমকিস্বরুপ” এ মর্মে তোমার ছোট ভাইয়ের নিকট একটি পত্র লেখ।
কচুয়া, চাঁদপুর
০০ মার্চ , ০০০০
স্নেহের “ক”
দোয়া নিও, আশা করি পরম করুণাময়ের অপার মহিমায়
ভালো আছো। তারপর সামনে তোমার পরিক্ষা। নিশ্চয়ই পড়াশুনা নিয়ে খুব ব্যস্ত আছো। ভালোভাবে
পড়ে চুড়ান্ত সাফল্য লাভ কর এটাই আমাদের আশা। তুমি এবার এসএসসি পরীক্ষা দিবে, ভালোভাবে
পাস করে কলেজে ভর্তি হবে, ভাবতেই গর্বে বুক ভরে যায়। অষ্টম – নবম শ্রেণীতে তোমার পড়াশুনার
মান খুব উন্নত ছিলো, ক্লাশে বরাবরই দ্বিতীয় হয়েছে। বিভিন্ন বিষয়ে নম্বরও পেয়েছ অনেক।
তাই তোমাকে নিয়ে আমাদের যেমন আশা তেমনি শিক্ষকদেরও গর্ব অনেক। তোমাকে মনে রাখতে হবে
যে, পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায়। শুধু লেখাপড়ার ক্ষেত্রেই নয়, জীবনের
সকল ক্ষেত্রে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আজকাল আমাদের সমাজজীবন দুর্নীতির
করাল গ্রাসে ছেয়ে গেছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষার সাথে সম্পর্কিত অন্যান্য
প্রতিষ্ঠানও এ থেকে মুক্ত নয়। তাই প্রায় সর্বস্তরের পরীক্ষার ক্ষেত্রে নকলের আশুভ প্রভাব
দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তোমাকে এর কুপ্রভাব থেকে মুক্ত থাকতে হবে। কারণ পরীক্ষায় অসদুপায়
অবলম্বন ব্যাক্তি তথা জাতির হুমকিস্বরূপ। নকলপ্রবণতার মাধ্যমে ছাত্রদের মধ্যে দুর্নীতির
যে বীজ অঙ্কুরিত হবে তা দ্রুত বিস্তার লাভ করে, আগামী দিনে জাতির জন্য এক মহাব্যাধি
হয়ে দাঁড়াবে।
শোন ভাই, তোমাকে সর্বদা মনে রাখতে হবে দুর্নীতির
মাধ্যমে, অসৎ উপায় অবলম্বন করে কেউ কোনোদিন সফলতা লাভ করতে পারে না। “পাপ মানব জীবনের
ধ্বংস ডেকে আনে” – একথা তোমাকে অবশ্যি মনে রাখতে হবে। ছত্রজীবন মানব জীবনের অত্যন্ত
মূল্যবান সময়। এ সময়ের সাধনাই একদিন জীবনকে সুন্দর করে তুলবে। তুমি নকল করবে, বই খুলবে,
অসদুপায় অবলম্বন করবে – সেটা আমরা কখনই ভাবতে পারি না। অবশ্য আমরা এ কথা বলি না যে
নকল করার অশুভ চিন্তা-চেতনা তোমার মধ্যে প্রভাব বিস্তার করছে। তাই আল্লাহ নাই করুন,
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কথা যদি মনে জেগে থাকে তাহলে তা মন থেকে সম্পুর্ণ পরিহার
করে সৎ ও ন্যায়ের পথে এগিয়ে চলার দৃঢ় শপথ গ্রহণ কর।
বাড়ির সবাইকে আমার সালাম জানাবে। তোমার সার্বিক
মঙ্গল ও উন্নতি কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।
ইতি
তোমার বড় ভাই
“খ”