প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘ Adjective ’ এর অন্যতম প্রকার “Adjective of Number বা সংখ্যাবাচক...
প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Adjective’ এর অন্যতম প্রকার “Adjective of Number বা সংখ্যাবাচক বিশেষণ” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
স্মরণ
রাখবে যে, Adjective of Number জানার আগে “Adjective” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে
হবে তাহলে Adjective of Number বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন।
Adjective of Number এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Adjective দ্বারা
কোন Noun এর সংখ্যা, স্থান বুঝায় তাকে Adjective of Number বা সংখ্যাবাচক বিশেষণ বলে।
যেমনঃ
Sakib has five books.
Shanzida is the first girl in the class.
Numeral Adjective তিন প্রকার। যথা –
- Cardinal Numeral Adjective (অঙ্কবাচক বিশেষণ)
- Ordinal Numeral Adjective (বিন্যাস বা অবস্থানসূচক বশেষণ)
- Multiplicative Numeral Adjective (বহুত্তমবোধক সংখ্যাবাচক বিশেষণ)
👉 Cardinal Numeral Adjective বা অঙ্কবাচক বিশেষণ
এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে সকল Adjective দ্বারা কোনো
Noun এর নির্দিষ্ট সংখ্যা বুঝায় তাকে Cardinal Numeral Adjective বা অঙ্কবাচক বিশেষণ
বলে।
যেমনঃ One. Two, Three, Four etc.
👉 Ordinal Numeral Adjective বা বিন্যাস বা
অবস্থানসূচক বিশেষণ এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে সকল Adjective দ্বারা কোনো
Noun এর ক্রমনুসারে স্থান বা পর্যায় বুঝায় তাকে Ordinal Numeral Adjective বা বিন্যাস
বা অবস্থানসূচক বশেষণ বলে।
যেমনঃ First, Second, Third, Fourth etc.
👉 Multiplicative Numeral Adjective বা বহুত্তমবোধক
সংখ্যাবাচক বিশেষণ এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে সকল Adjective দ্বারা কোনো একটি
Noun কতবার বা কতগুণ রয়েছে তা বুঝায় তাকে Multiplicative Numeral Adjective বা বহুত্তমবোধক
সংখ্যাবাচক বিশেষণ বলে।
যেমনঃ Single, Double, Triple etc.
নিম্নের ছকের সাহায্যে Numeral Adjective
এর প্রকারগুলোর রূপান্তর দেখানো হলোঃ
Cardinal |
Ordinal |
Multiplicative |
One |
First |
Single |
Two |
Second |
Double |
Three |
Third |
Triple / Treble |
Four |
Fourth |
Quadruple
/ Fourfold |
Five |
Fifth |
Fivefold |
নোটঃ
👉 Cardinal, Ordinal ও Multiplicative
Numeral Adjective দ্বারা নির্দিষ্ট সংখ্যা বুঝায় বলে এদেরকে Definite Numeral
Adjective বলে।
👉 All, Some, Many, Enough, Several, Few,
No ইত্যাদি Numeral Adjective গুলো যখন Noun এর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না তখন
তাদেরকে indefinite Numeral Adjective বলে।
👉 Some, Enough, All – Adjective গুলো যদি
Numeral হয় তখন তাদের পর Plural Common Noun ব্যাবহৃত হয়। যেমনঃ Some girls were
singing.
👉 No , None এর পর Singular এবং Plural উভয়
Common Noun ব্যবহৃত হয়। যেমনঃ
No boy was present there.
No boys were present there.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।
COMMENTS