Adjective কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Pronoun’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Parts of Speech’ এর তৃতীয় প্রকার “Adjective - বিশেষণ” কাকে বলে এবং কত প্রকার ও কি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Adjective কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা, Classification of Adjective, Kinds of adjective, Types Of Adjective, Adjective, Adjective With Example

Adjective বা বিশেষণ এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে শব্দ কোনো Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বা বিশেষণ বলে। যেমনঃ

Shanzida is a good girl.

Maha wears a white skirt.

Habib is an honest man.

এখানে good, white, honest শব্দগুলো তাদের Noun এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে বা Noun এর গুণ, বৈশিষ্ট্য এবং অবস্থা প্রকাশ করেছে তাই এরা প্রত্যকে Adjective বা বিশেষণ।



Adjective এর ব্যবহারঃ


Adjective সাধারণত Noun এর পূর্বে কিংবা Linking Verb এর পরে ব্যবহৃত হয়। এই অবস্থান এর ভিত্তিতে Adjective দুই প্রকার। যেমনঃ

  1. Attributive use of Adjective
  2. Predicative use of Adjective


নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো –


 Attributive use of Adjective এর বর্ণনাঃ Adjective যখন কোনো Noun এর পূর্বে বসে উক্ত Noun কে সরাসরি qualify করে তখন Adjective এর এ ধরনের ব্যবহারকে Attributive use of Adjective বলে। যেমনঃ

Shanzida is a good girl.

উপরের বাক্যে ‘good’ Adjective – টি ‘girl’ Noun এর পূর্বে বসে তার পরের শব্দ ‘Noun’ কে Qualify করেছে। তাই উক্ত বাক্যে Adjective এর এমন ব্যবহারকে Attributive use of Adjective বলে।

 

 Predicative use of Adjective এর বর্ণনাঃ Adjective যখন Linking Verb এর পরে বসে Predicate এর একটি অংশ হিসেবে Subject কে Qualify করে তখন Adjective এর এ ধরনের ব্যবহারকে Predicative use of Adjective বলে। যেমনঃ

The boy is very lazy.

উপরের বাক্যে, ‘lazy’ Adjective – টি Linking Verb এর পরে বসে Predicate এর একটি অংশ তৈরি করছে এবং Subject ‘the boy’ কে Qualify করছে। তাই উক্ত বাক্যে বাক্যে Adjective এর এমন ব্যবহারকে Predicative use of Adjective বলে।


নোটঃ

⇘ Predicative Adjective সাধারণত বাক্যে Complement হিসেবে ব্যবহৃত হয়। আর Complement ছাড়া ‘To be’ Verb এর অর্থ সম্পূর্ণ হয় না।


 একই বাক্যে Attributive Adjective হিসেবে কয়েকটি Adjective থাকলে, এগুলোর শেষেরটির পূর্বে ‘And’ ব্যবহৃত হয়। যেমনঃ

I bought a green and brown carpet from the trade fair.

The ship was sailing under a red, white and blue flag.

কিন্তু Predicative Adjective এ কয়েকটি Adjective থাকলে এগুলোর শেষের দুটির মাঝে ‘And’ ব্যবহৃত হয়। যেমনঃ

The day was cold, wet and windy.


 Noun এর পূর্বে এবং Linking Verb এর পর Adjective এর ব্যবহার –

This is a clever girl. (Adjective before a noun)

The match was exciting. (Adjective after Linking Verb)


 Bad, good, big, small, heavy, light, old, inner, only, outdoor, indoor, former ইত্যাদি Adjective গুলো সাধারণত Noun এর পূর্বে বসে। যেমনঃ

He was a bad sailor.

He is my old friend.


 Afraid, upset, adrift, afloat, alike, quite, alone, pleased, glad, aware, ashamed, content, alive ইত্যাদি Adjective গুলো সাধারণত Linking Verb এর পরে ব্যবহৃত হয়। যেমনঃ

I am quite well.

Shanzida is afraid of snakes.

Maha is fully aware of the danger.


 জোর বুঝাতে কখনও কখনও Predicative Verb এর পূর্বে Predicative Adjective বসে। যেমনঃ

Sweet are the uses of adversity.

 

 

Adjective এর প্রকারভেদঃ Adjective প্রধানত চার প্রকার –

  1. Adjective of Quality or Descriptive Adjective ( গুণবাচক বিশেষণ)
  2. Adjective of Quantity or Quantitative Adjective (পরিমাণবাচক বিশেষণ)
  3. Adjective of Number or Numeral Adjective (সংখ্যাবাচক বিশেষণ)
  4. Pronominal Adjective (সর্বনামবাচক বিশেষণ)


নিম্নে Adjective এর প্রকারগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হলো -


 Adjective of Quality বা গুণবাচক বিশেষণ এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ যে Adjective কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective of Quality বা গুণবাচক বিশেষণ বলে। যেমনঃ

He is a rich man

এখানে ‘rich’ শব্দটি ‘he’ এর অবস্থা প্রকাশ করেছে তাই এই বাক্যে ‘rich’ হচ্ছে Adjective of Quality.

 

 Adjective of Quantity বা পরিমাণবাচক বিশেষণ এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ যে Adjective কোন Noun এর পরিমাণ নির্দেশ করে তাকে Adjective of Quantity বা পরিমাণবাচক বিশেষণ বলে। যেমনঃ

He needs much money.

Give me little water.

উপরের বাক্যগুলোতে , ‘Much ও Little’ শব্দ দু’টি যথাক্রমে ‘Money ও Water’ Noun দুটির পরিমাণ নির্দেশ করছে । তাই এরা Adjective of Quantity বা পরিমাণবাচক বিশেষণ।



নোটঃ

 Many, Much, Little, Some, Anyone, Enough, Sufficient, Whole, All, Half ইত্যাদি Adjective of Quantity।


 Material Noun এবং Abstract Noun এর পূর্বে সাধারণত Adjective of Quantity বসে।

 

 Adjective of Number বা সংখ্যাবাচক বিশেষণ এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ যে Adjective দ্বারা কোন Noun এর সংখ্যা, স্থান বুঝায় তাকে Adjective of Number বা সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমনঃ

Sakib has five book.

Shanzida is the first girl in the class.

 

Adjective of Number এর প্রকারভেদ এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানুন।

 

 Pronominal Adjective বা সর্বনামবাচক বিশেষণ এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ যদি Pronoun কোনো Noun এর পূর্বে বসে যখন Adjective এর কার্য সম্পাদন করে তাকে Pronominal Adjective বা সর্বনামবাচক বিশেষণ বলে। যেমনঃ

This is our School

Which watch do you like?

This girl is brilliant.

উপরের বাক্যগুলোতে, our, which, this শব্দগুলো যথাক্রমে “School, Watch, Girl” এদের পূর্বে বসে Adjective এর কাজ করে বলে এরা Pronominal Adjective।

 

Pronominal Adjective এর প্রকারভেদ এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানুন।


Adjective এর কিছু Common Ending –


-ate => Moderate

-y => Sunny

-ous => Dangerous

-al => Normal

-ial => Remedial

-able => Comfortable

-ible => Sensible

-ish => Sluggish

-ant => Resistant

-ic => Economic

-ory => Sensory

-less => Hopeless

-ive => Competitive

-ly => Friendly

-ful => Colourful

 

 


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment