প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘ Verb বা ক্রিয়া ’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘ Parts ...
প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Verb বা ক্রিয়া’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Parts of Speech’ এর পঞ্চম প্রকার “Adverb – ক্রিয়া-বিশেষণ” কাকে বলে এবং কত প্রকার ও কি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Adverb বা ক্রিয়া-বিশেষণ এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে word বা শব্দ দিয়ে কোনো verb,
adjective বা অন্য কোন Adverb কে বিশেষায়িত করে তাকে Adverb বা ক্রিয়া-বিশেষণ বলে।
যেমনঃ
She talks slowly.
He runs swiftly
He is a good boy.
উপরের উদাহরণগুলো বিশ্লেষণ করলে আমরা যা পাইঃ
👉 Adverb যখন Verb কে Modify করেঃ He runs
swiftly. এখানে ‘swiftly’ শব্দটি ‘run’ verb কে Modify করেছে তাই ‘swiftly’ এখানে
Adverb.
👉 Adverb যখন Adjective কে Modify করেঃ He
is a good boy. এখানে ‘good’ হলো Adjective। good এর অর্থকে আরও গুরুত্ব বুঝাতে আমরা
‘very’ ব্যবহার করতে পারি, তাহলে বাক্যটি হবে – He is a very good boy. আর এখানে
Very হলো Adverb.
👉 Adverb যখন অন্য কোনো Adverb কে Modify করেঃ
She talks slowly. এখানে ‘slowly’ Adverb. কিন্তু যদি তা এভাবে লিখি – She talks
very slowly. তাহলে এই বাক্যে ‘Slowly ও Very’
Adevrb।
বাক্যের মধ্যে Adverb চিনার সহজ উপায়ঃ একটা
বাক্যকে ‘How, When, Where’ ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে যা পাওয়া যাবে তাই
Adverb. যেমনঃ
How বা কেমন? দ্বারা প্রশ্নঃ He runs
swiftly, এখানে বাক্যকে যদি প্রশ্ন করা হয় ‘কেমন করে দৌড়ায়?’ তাহলে তার উত্তরে পাওয়া
যাবে ‘Swiftly’. সুতরাং এখানে ‘Swiftly’ হলো Adverb.
When বা কখন? দ্বারা প্রশ্নঃ He will go
soon, এখানে বাক্যকে যদি প্রশ্ন করা হয় ‘কখন যাবে?’ তাহলে তার উত্তরে পাওয়া যাবে
‘Soon’. সুতরাং এখানে ‘Soon’ হলো Adverb.
মনে রাখবে যে, শুধু একটি মাত্র শব্দ Adverb হয় না বরং কতগুলো শব্দের সমষ্টিও Adverb হয়। যাদেরকে Adverbial Phrase বলে। ইনশাআল্লাহ সামনে Phrase নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আমাদের সাথে থাকুন এবং পেইজটি অবশ্যই শেয়ার করবেন।
Where বা কোথায়? দ্বারা প্রশ্নঃ He lives
here. এখানে বাক্যকে যদি প্রশ্ন করা হয় ‘কোথায় থাকে?’ তাহলে তার উত্তরে পাওয়া যাবে
‘Here’. সুতরাং এখানে ‘Here’ হলো Adverb.
Adverb এর প্রকারভেদঃ Adeverb প্রধানত চার
প্রকার। যথা –
- Simple Adverb (সাধারণ ক্রিয়া বিশেষণ)
- Relative Adverb (সম্পর্কসূচক ক্রিয়া বিশেষণ)
- Interrogative Adverb (প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ)
- Exclamatory Adverb (আশ্চর্যবোধক ক্রিয়া বিশেষণ)
নিম্নে Adverb এর
প্রকারগুলোর বিস্তারিত আলোচনা দেওয়া হলো –
Simple Adverb বা সাধারণ ক্রিয়া বিশেষণঃ যে
Adverb সাধারণত কোন Word বা Sentence কে Modify করে তাকে Simple Adverb বা সাধারণ ক্রিয়া
বিশেষণ বলে। যেমনঃ
The girls sing sweetly.
He is a very good boy.
Unfortunately he failed.
উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যগুলোতে
‘Sweetly, very, unfortunately” শব্দগুলো যথাক্রমে ‘Sing, good, he failed’ শব্দগুলোকে
Modify করছে। তাই ‘sweetly, very, unfortunately’ শব্দগুলো Simple Adverb বা সাধারণ
ক্রিয়া বিশেষণ।
Simple Adverb এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানুন –
Relative Adverb এর বর্ণনাঃ যে সকল
Adverb কোনো Noun এর সাথে সম্পর্ক রক্ষা করে দুটি Clause কে যুক্ত করে তাদেরকে
Relative Adverb বা সম্পর্কসূচক ক্রিয়া বিশেষণ বলে এবং যে Noun এর সাথে সম্পর্ক রক্ষা
করে তাদেরকে Antecedent (“Antecedent” এর অর্থ হচ্ছে ‘পূর্বে গমণ করেছে এমন’) বলে।
এক্ষেত্রে এগুলো Adverb ও Conjunction এই দুটি Parts of speech এর কাজ করে। যেমনঃ
I know the place.
He lives there.
উপরের বাক্য দু’টি কে যুক্ত করলে বাক্যটি
হবে –
I know the place where he lives.
উপরিউক্ত বাক্য দু’টি কে ‘Where’ শব্দ দ্বারা
যুক্ত করা হয়েছে তাই এই বাক্যে ‘Where’ হলো Relative Adverb। আর ‘Where’ এর আগে
‘the place’ Noun টি ‘where’ কে নির্দেশ করছে তাই এই Noun টিকে বলে ‘Antecendent বা
পূর্বগামী’
নোটঃ
⇘ Antecedent সব সময় সংযোজক শব্দের ঠিক আগে
বসে।
⇘ Antecedent সহ যখন “when, where, why,
how” ইত্যাদি ব্যবহৃত হয় তখন তাদেরকে Relative Adverb বলে এবং Antecedent ছাড়া যখন
ব্যবহৃত হয় তখন এদেরকে Conjunctive Adverb বলে। যেমনঃ
This is the reason why he failed to come (Relative Adverb)
This is why he failed to come (Conjunctive Adverb)
Interrogative Adverb বা প্রশ্নবোধক ক্রিয়া
বিশেষণ এর বর্ণনাঃ যে সকল Adverb প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ব্যবহৃত হয় তাদেরকে
Interrogative Adverb বা প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ
Where are you going?
How did he do this?
Why did he go?
নোটঃ
⇘ When, where, why, how, how many এবং how
much ইত্যাদি যখন প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তখন এদেরকে Interrogative
Adverb বলে।
⇘ Interrogative Adverb দ্বারা time,
place, cause, manner, number, quantity প্রভৃতি বুঝায়।
⇘ Direct Question এ Auxiliary Verb সব সময়
Subject এর আগে বসে। যেমনঃ
Why did you go there?
When is he starting for Dhaka?
How have you done the work?
When will you come?
কিন্তু indirect question – এ ‘Auxiliary
Verb’ Subject এর পরে বসে। যেমনঃ
I know where he went.
লক্ষণীয় যে, indirect question এ বাক্য যদি
Affirmative হয় তাহলে বাক্যের মধ্যে Auxiliary Verb বসে না কিন্তু Negative বাক্যে
Auxiliary Verb বসবে।
Exclamatory Adverb এর বর্ণনাঃ যে Adverb
বিস্ময় প্রকাশ করে তাকে Exclamatory Adverb বা আশ্চর্যবোধক ক্রিয়া বিশেষণ বলে। যেমনঃ
How beautiful the flower is!
What nice scenery it is!
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।
COMMENTS