তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখ

 তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখ।

aim-in-life, তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখ

কচুয়া, চাঁদপুর

০২/০২/২০২৩ ইং

 

প্রিয় হাবিব

আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গতকাল তোমার চিঠি পেয়েছি। চিঠিতে আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছো। এখন তোমাকে সে সম্পর্কে লিখছি। প্রতিটি মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা দরকার। আমরা জীবনেও একটি লক্ষ্য আছে, তা হলো ডাক্তার হওয়া। প্রতিবছর আমাদের দেশে অনেক লোক অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, একজন যোগ্য ডাক্তার হয়ে এসব লোকদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।

আজ আর নয়। শরীরের প্রতি যত্ন নিও।

ইতি

তোমার প্রিয় বন্ধু

হুসাইন

 

শ্রেণি উপযোগীঃ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি।

Post a Comment

Support Us