বার্ষিক পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখ

 বার্ষিক পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার কাছে

একটি চিঠি লেখ।


বার্ষিক পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখ


যাত্রাবাড়ী, ঢাকা

০১/০২/২০২৩ ইং

প্রিয় বাবা,

পত্রের শুরুতে আমার সালাম নিও। আশা করি ভালো আছো। আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি। গতকাল তোমার চিঠি হাতে পেয়েছি। চিঠিতে আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানতে চেয়েছো। আমার পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে চলছে। ইতিমধ্যে প্রায় সব বই পড়া শেষ করেছি। এখন আবার পুনুরায় রিভিশন চলছে।

আজ আর নয়। ভালো থেকো এবং নিজের যত্ন নিও।

ইতি

তোমার প্রিয় সন্তান

মুত্তাকীন


শ্রেণি উপযোগীঃ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি

Post a Comment

Support Us