বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখ

 বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার বাবার কাছে 
একটি চিঠি লেখ।

বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখ


২৪ মাওয়া, ঢাকা

০২/২/২০২৩ ইং

প্রিয় বাবা, 

আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গতকাল তোমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি আমার পরীক্ষার ফলাফল সম্পর্কে জানতে চেয়েছো। গতকাল আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমি শ্রেণিতে প্রথম হয়েছি। প্রত্যেক বিষয়ে এ+ পেয়েছি। আমার নতুন ক্লাস আগামী ৪ তারিখে শুরু হবে।

আজ আর নয়। শরীরের প্রতি যত্ন নিও।

ইতি

তোমার প্রিয় সন্তান

হাবিব


শ্রেণি উপযোগীঃ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি

Post a Comment

Support Us