প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Clause বা খন্ড বাক্য’ নিয়ে বিস্তারিত
আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Clause
এর
সম্পর্কে জানার আগে, আমরা কয়েকটা উদাহরণ দেখিঃ
I saw a boy
He was reading
উপরের উদাহরণগুলো প্রত্যেকে প্রত্যেকের নিজের অর্থ প্রকাশ করছে এবং নিজস্ব স্বাধীনতা রয়েছে। কিন্তু যদি আমরা এই দুইটি বাক্য কে “who” (Relative pronoun) যুক্ত করি তাহলে বাক্যটি হবে –
I saw a boy who was
reading.
তাহলে উপরের উদাহরণের দ্বিতীয়টি ‘He was
reading’ পূর্ণাঙ্গ বাক্য থাকে না। যদিও এর মধ্যে Subject ও Predicate বিদ্যমান তা
থাকা সত্ত্বেও এখন প্রথম “I saw a boy” বাক্যের একটি Clause বা খন্ড অংশ পরিণত হয়েছে।
তাহলে উপরের উদাহরণ বিশ্লেষণ করে আমরা Clause এর কিছু বৈশিষ্ঠ্য নির্ণয় করতে পারি
তা হলোঃ
- একটি Subject থাকবে।
- একটি Verb থাকবে
- এবং তা অন্য একটির বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে।
মনে রাখবে যে, কোন স্বাধীন ও পূর্ণাঙ্গ বাক্য
অন্য একটি বাক্যের আক্রমণে নিজের স্বাধীনতা হারিয়ে ঐ বাক্যের একটি অংশে পরিণত হয় তাকে
Clause বা খন্ড বাক্য বা বাক্যের অংশ বলে।
Clause এর সংজ্ঞাঃ যে শব্দসমষ্টি এর একটি
Subject ও একটি Predicate থাকে এবং বৃহত্তর বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে
Clause বা বাক্যাংশ বলে।
Clause এর প্রাকারভেদঃ Clause প্রধানত তিন
প্রকার। যথা –
- Principal / Independent Clause
- Subordinate / Dependent Clause
- Co-ordinate / Equal Clause
Principal / Independent Clause এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Clause এ একটি Subject, একটি
Finite Verb থাকে এবং মূল Sentence থেকে আলাদা করলেও স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ
করতে পারে তাকে Principal / Independent Clause বলে। যেমনঃ
I
know the girl who comes here.
Shanzida
wanted a pen which was costly.
উদাহরণ
বিশ্লেষণঃ উপরের বাক্যগুলো ‘I know the girl’ এবং ‘Shanzida wanted a pen’ এই অংশগুলো
Principal Clause। কেননা এই বাক্য গুলো যদি আলাদা করা হয় তাহলে প্রত্যেকে স্বাধীন ও পূর্ণাঙ্গ বাক্য।
Subordinate / Dependent Clause এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Clause এ একটি Subject, একটি
Finite Verb থাকে কিন্তু Principal clause এর উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ
করতে পারে না তাকে Subordinate / Dependent Clause বলে। যেমনঃ
If I can managed money I shall repay
the loan
If I can managed money ( যদি টাকা জোগাড়
করতে পারি ) I shall repay the loan (আমি ঋণ শোধ করবো)
উদাহরণ
বিশ্লেষণঃ বাক্যে If I can managed money – যদি টাকা জোগাড় করতে পারি । কিন্তু এর
দ্বারা কোন পরিপূর্ণ অর্থবোধক বাক্য গঠন করতে পারে না। কেননা এখানে ‘যদি টাকা জোগাড়
করতে পারি’ তাহলে কি হবে? বা কেন? এমন প্রশ্ন রয়ে যায় এবং তার উত্তর এর মধ্যে নেই।
কিন্তু যখন বলা হবে ‘I shall repay the loan – আমি ঋণ শোধ করবো’ তাহলেই বাক্যের প্রথম
অংশ উত্তর পাওয়া যায় এবং পরিপূর্ণ বাক্য গঠিত হয়।
তাহলে বলা যায়, ‘If I can managed money
– যদি টাকা জোগাড় করতে পারি’ এই অংশটুকু নিজের অর্থকে পরিপূর্ণ ভাবে প্রকাশ করতে
‘I shall repay the loan – আমি ঋণ শোধ করবো’ এই Principal Clause এর উপরে নির্ভরশীল
হতে হয়। তাই এই নির্ভরশীল Clause টিকে Subordinate / Dependent Clause বলে।
এই উদাহরণে If I can managed money একটি
Subordinate Clause.
উদাহরণ:
I do not know when he comes
The doctor came after the patient had died
Maha wanted a car which was costly.
এছাড়াও Subordinate Clause কখনো কখনো Subordinating Conjunction ও Relative Pronoun দিয়ে শুরু হয়। আর এই Subordinating Conjunction ও Relative Pronoun গুলো হলো – Before, if, though, since, as, although, as if, as much as, as soon as, so that, who, whom, whose, what, which, how, where, why, when, after, provided that, whether, until, unless and that ইত্যাদি। আমরা এসকল Subordinating Conjunction ও Relative Pronoun দিয়েও Subordinate Clause সহজে নির্ণয় করতে পারবো। চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক –
We have completed it before he comes
I know that he has done it.
I do not know where he lives.
Tell me what is your name?
Wait here until I return.
Subordinate Clause এর প্রকারভেদঃ
Subordinate Clause তিন প্রকার। যথা –
- Noun Clause
- Adjective Clause
- Adverbial Clause
Subordinate Clause এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত জানুন।
Co-ordinate / Equal Clause এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যখন দুই বা ততোধিক একই জাতীয়
Clause কোনো Coordinating conjunction দ্বারা যুক্ত হয় তাকে Co-ordinate Clause বলে।
যেমনঃ
Maha
went to the shop and bought a
pencil.
He
came
and he
saw everything.
It
is a small car yet it is spacious.
নোটঃ
👉 এখানে “একই জাতীয়” বলতে একই বাক্যে প্রথমটি যদি Principal Clause হয় তাহলে দ্বিতীয়টিও
Principal Clause হবে। একইভাবে বাক্যে প্রথমটি যদি Subordinate Clause হয় তাহলে দ্বিতীয়টিও
Subordinate Clause হবে। আর এই দুই Clause একটি Coordinating conjunction দ্বারা যুক্ত
হলে এদেরকে Co-ordinate clause বলে।
👉 Coordinating conjunction গুলো হলো “and,
or, but, yet, otherwise, both…..and, not only…..but also, either …… or,
neither….nor
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।