Conjunction কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা।

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Preposition – পদান্বয়ী অব্যয়’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Parts of Speech’ এর সপ্তম প্রকার “Conjunction বা সংযোজক অব্যয়” কাকে বলে এবং কত প্রকার ও কি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Conjunction কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা, Conjunction , What is Conjunction, Conjunction , Example of Conjunction , Use of Conjunction , Kinds of Conjunction , types of Conjunction , Parts of speech, Conjunction কি, Conjunction এর প্রকার, Conjunction এর উদাহরণ, Noun, Pronoun, Adjective, Verb, Pronoun, Adverb, Preposition


Conjunction বা সংযোজক অব্যয় এর বর্ণনাঃ


সংজ্ঞাঃ যে Word বাক্যস্থিত একটি শব্দের সাথে আরও একটি শব্দকে কিংবা একটি বাক্যের সাথে আরও একটি বাক্যকে সংযুক্ত করে তাকে Conjunction বা সংযোজক অব্যয় বলে। যেমনঃ

Maha is poor but honest.

Habib and Maha are friends.

Habib cannot read or write.

উপরের বাক্যগুলোতে but, and, or শব্দগুলো বাক্যের মধ্যে দু’টি শব্দ বা দু’টি বাক্যকে সংযুক্ত করছে তাই এরা প্রত্যেকে Conjunction.

 


Conjunction এর প্রকারভেদঃ Conjunction কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা –

  1. Coordinating or Coordinative Conjunction (সমপদস্থ সংযোজক অব্যয়)
  2. Subordinating or Subjective Conjunction (অধীনস্থ সংযোজক অব্যয়)
  3. Correlative Conjunction (পারস্পরিক সম্বন্ধবিশিষ্ট সংযোজক অব্যয়)


এখন আমরা Conjunction এর প্রকারগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো-

 

Coordinating Conjunction এর বর্ণনাঃ যে Conjunction দুই বা ততোধিক সমশ্রেণীর Clause কে যুক্ত করে তাকে Coordinating or Coordinative Conjunction বা সমপদস্থ সংযোজক অব্যয় বলে। যেমনঃ

He is poor but honest.

উপরের বাক্যে ‘But’ হলো Coordinating Conjunction কেননা ‘But’ দুটি সমশ্রেণীর Clause কে যুক্ত করেছে।

এখন প্রশ্ন হলো ‘সমশ্রেণীর Clause’ কি? উপরের বাক্য বিশ্লেষণ করলে আমরা পাই, He is poor এবং He is Honest এই ব্যক্যগুলোকে ‘but’ দ্বারা যুক্ত করেছে। কিন্তু এই বাক্যগুলো স্বাধীন এবং প্রত্যেকেই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তাই তাদেরকে সমশ্রেণীর Clause বলে।

নোটঃ এইরুপ Coordinating Conjunction যুক্ত Clause গুলো কে Coordinate Clause ও বলে।

 

Coordinating Conjunction এর সম্পর্কে বিস্তারিত জানুন

 

Subordinating Conjunction এর বর্ণনাঃ যে Conjunction এক বা একাধিক Subordinate Clause কে Principal Clause এর সাথে যুক্ত করে তাকে Subordinating or Subjective Conjunction বা অধীনস্থ সংযোজক অব্যয় বলে। যেমনঃ


We study hard so that we can pass the exam.


উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যটিকে যদি আলাদা ভাগে ভাগ করি তাহলে একটি হবে “We study hard বা আমরা কঠোর পড়ালেখা করি” আর দ্বিতীয়টি হবে “So that we can pass the exam বা যাতে আমরা পরীক্ষায় পাশ করতে পারি” এখন Clause এর নিয়ম অনুযায়ী প্রথম বাক্যটি স্বাধীন বা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। পক্ষান্তরে দ্বিতীয় বাক্যটি নিজের ভাব পূর্ণরুপে প্রকাশ করার জন্য অন্য বাক্যের উপর নির্ভরশীল। সুতরাং বলা যায় দ্বিতীয় বাক্যটি Subordinate Clause এবং বাক্যে ‘so that’ যেহেতু Subordinate Clause টিকে বাক্যের প্রথম অংশ Principal Clause এর সাথে যুক্ত করেছে তাই ‘so that’ কে Subordinating Conjunction বলে।

 

Subordinating Conjunction এর সম্পর্কে বিস্তারিত জানুন

 

Correlative Conjunction বা এর বর্ণনাঃ Relative অর্থ সম্পরকযুক্ত বা যুক্ত। তাহলে Correlative এর অর্থ পরস্পর সম্পর্কিত বা পরস্পর সম্পর্কযুক্ত। কিছু কিছু যুক্ত Conjunction আছে যাদের একটি শব্দের অংশের সাথে অপর একটি শব্দের অংশ মিলে একটি যৌগিক Conjunction এ পরিণত হয়ে একটি মাত্র Conjunction হিসেবে কাজ করে। এ ধরনের Conjunction কে Correlative Conjunction বা পারস্পরিক সম্বন্ধবিশিষ্ট সংযোজক অব্যয় বলে।

 

Correlative Conjunction বা পারস্পরিক সম্বন্ধবিশিষ্ট সংযোজক অব্যয় সর্বদা জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। যেমন –

As…..as, so…..as, the same…..as, both…..and, either…..or, neither……nor, no sooner……than, the same……that, such……as, such…..that, whether…..or not, though…..yet, scarcely…..when, hardly…..when.

She is as beautiful as her sister.

This is the same book as I want.

It is the same shirt that he lost.

I want such a boy as will be honest.

Such is his behavior that nobody loves him.

Both Sakib and Habib have done this.

He has bought either this book or that.

Neither Sakib nor Habib has done this.

I do not care whether you help me or not.

Though he is rich, yet he is unhappy.

No sooner had we reached the station than the train started.

Scarcely had she heard the news when she started weeping.

Hardly had we reached home when it began to rain.

 

বাক্যে Conjunction এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানুন

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment