Coordinating Conjunction কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি?

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Conjunction’ এর অন্যতম প্রকার “Coordinating or Coordinative Conjunction বা সমপদস্থ সংযোজক অব্যয়” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Coordinating Conjunction কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি? Coordinating Conjunction, Kinds of Coordinating Conjunction, Types of Coordinating Conjunction


Coordinating Conjunction এর বর্ণনাঃ যে Conjunction দুই বা ততোধিক সমশ্রেণীর Clause কে যুক্ত করে তাকে Coordinating or Coordinative Conjunction বা সমপদস্থ সংযোজক অব্যয় বলে। যেমনঃ

He is poor but honest.

উপরের বাক্যে ‘But’ হলো Coordinating Conjunction কেননা ‘But’ দুটি সমশ্রেণীর Clause কে যুক্ত করেছে।


এখন প্রশ্ন হলো ‘সমশ্রেণীর Clause’ কি? উপরের বাক্য বিশ্লেষণ করলে আমরা পাই, He is poor এবং He is Honest এই ব্যক্যগুলোকে ‘but’ দ্বারা যুক্ত করেছে। কিন্তু এই বাক্যগুলো স্বাধীন এবং প্রত্যেকেই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তাই তাদেরকে সমশ্রেণীর Clause বলে।

 

নোটঃ এইরুপ Coordinating Conjunction যুক্ত Clause গুলো কে Coordinate Clause ও বলে।

 

Coordinating Conjunction কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে – যথাঃ

  • Cumulative or Copulative Conjunction (সংযোজনকারী অব্যয়)
  • Alternative or Disjunctive Conjunction (পরিবর্তনশীল অব্যয়)
  • Adversative Conjunction (বৈরীমূলক অব্যয়)
  • Illative Conjunction (আনুমানিক অব্যয়)

 

এখন আমরা Coordinating Conjunction এর প্রকারগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো-

 

Cumulative or Copulative Conjunction এর বর্ণনাঃ এ শ্রেণীর Conjunction সাধারণত দুই বা ততোধিক সমশ্রেণির Clause কে যুক্ত করে।

এই শ্রেণীর Conjunction গুলো হলোঃ 

  • and, 
  • as well as, 
  • also, 
  • too, 
  • both, 
  • no less, 
  • than, 
  • both…..and, 
  • not only……but also, 
  • no less….than ইত্যাদি।


উদাহরণঃ

He as well as his friend is unhappy.

Go there and you will find him.

Not only Habib but also Maha has passed the exam.

You are no less fit for the job than he.

 

Alternative or Disjunctive Conjunction এর বর্ণনাঃ এ জাতীয় Conjunction দু’টি ভাগের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয়।

এই শ্রেণীর Conjunction গুলো হলোঃ 

  • either….or, 
  • neither….nor, 
  • or, 
  • otherwise ইত্যাদি।


উদাহরণঃ

Study hard or you will fail.

Either do it or go away.

Neither Shanzida nor Maha has passed the exam.

Move aside otherwise, you will die.

 

Adversative Conjunction এর বর্ণনাঃ এই জাতীয় Conjunction দু’টি ভাবের মধ্যে তুলনা বুঝাতে ব্যবহৃত হয়।

এই শ্রেণীর Conjunction গুলো হলোঃ 

  • but (কিন্তু) , 
  • yet(তথাপি, তবুও), 
  • still(তবুও), 
  • however(যাইহোক), 
  • only(মাত্র), 
  • nevertheless(তথাপি), 
  • on the contrary(অপরপক্ষে, বিপরীতক্রমে), 
  • while(যখন), 
  • whereas(যদিও) ইত্যাদি।


উদাহরণঃ

He studied well yet he failed the examination.

He is honest but his senior is corrupted.

He is rich still he is unhappy.

He behaved rudely with me however I love him.

He did not study hard nevertheless he passed the exam.

He is an honest man on the contrary his son has become a thief (on the contrary => on the other hand)

He is a very honest man while or whereas his brother is very dishonest.

 

Illative Conjunction এর বর্ণনাঃ এ জাতীয় Conjunction কোনো কার্যকরণ সম্পর্ক বুঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি ভাব ‘কার্য’ বা ফল এবং অপর একটি ভাব ‘কারণ’ এর মধ্যে এই Conjunction গুলো সম্পর্ক স্থাপন করে।

মনে রাখবে, কারণ => কার্য (ফলাফল)

He is honest therefore he could not take bribe.

He has starved (অনাহার) for three days as a result he has become weak.

 


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment