প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Personal Pronoun’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Pronoun’ এর দ্বিতীয় প্রকার “Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
স্মরণ
রাখবে যে, Demonstrative Pronoun জানার আগে “Pronoun” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে
হবে তাহলে Demonstrative Pronoun বুঝতে সমস্যা হবে না কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন।
Demonstrative Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ কোন ব্যাক্তি বা
বস্তুর পরিবর্তে ব্যাবহৃত কোন Pronoun যদি সেই ব্যাক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে
তাকে Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম বলে। যেমনঃ
This is my book.
That is your pen.
এখানে This ও That হলো Demonstrative
Pronoun এছাড়াও These, Those, One, Ones, None, The Same, Such এবং So as ইত্যাদি
Demonstrative Pronoun।
Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম এর ব্যবহার
👉 নিকটবর্তী কোনো কিছুকে নির্দেশ করতে
Singular এর ক্ষেত্রে ‘This’ এবং Plural এর ক্ষেত্রে ‘These’ ব্যবহৃত হয়। দূরবর্তী
কোনো কিছুকে নির্দেশ করতে Singular এর ক্ষেত্রে ‘That’ এবং Plural এর ক্ষেত্রে
‘Those’ ব্যবহৃত হয়। যেমনঃ
This is my book and that is yours.
These are my books and those are yours.
👉 পূর্ববর্তী Clause Or Sentence এ দু’টি
Noun এর উল্লেখ থাকলে এবং পরে তাদের প্রত্যেকটিকে নির্দেশ করতে হলে প্রথমটির জন্য
‘this’ এবং পরেরটির জন্য ‘that’ ব্যবহৃত হয়। যেমনঃ
Men and money are both needed this
(men) gives us strength and that (money) gives us wealth.
👉 আগে কোন Noun বা Clause ব্যবহৃত হলে তাকে
নির্দেশ করার জন্য this / that বসে। যেমনঃ
He went to the market on foot and that / this made him tried.
👉 Emphasis বা জোর প্রদান করার জন্য this /
that ব্যবহৃত হয়। যেমনঃ
The old men went there – বৃদ্ধলোকটি সেখানে
গিয়েছিল। এই উদাহরণে কোন জোর প্রকাশ করা হয় না। কিন্তু যদি বলা হয়,
The old men went there and that on foot
– বৃদ্ধলোকটি সেখানে গিয়েছিল এবং রীতিমতো পায়ে হেঁটেই। এখানে একটু বেশি জোর প্রদান
করা হয়েছে।
👉 কোনো বাক্যে একই জাতীয় Noun এর মধ্যে তুলনা
করার সময় পূর্ববর্তী কোনো Noun এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য that / those ব্যবহৃত হয়।
পূর্ববর্তী Noun টি Singular হলে তার পরিবর্তে ‘That of’ এবং Plural হলে তার পরিবর্তে
‘Those of’ ব্যবহৃত হয়। যেমনঃ
The rice of Barisal is finer than the rice of Khulna এই বাক্যটিতে ‘rice’ শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে। আমরা
‘rice’ শব্দটি দ্বিতীয়বার ব্যবহার না করেও বাক্য গঠন করতে পারি। যেমনঃ
The rice of Barisal is finer than that
of Khulna.
One, Ones এর ব্যবহারঃ পূর্ববর্তী Noun এর
পুনরাবৃত্তি এড়ানোর জন্য Demonstrative Pronoun এ one এবং ones ব্যবহৃত হয়। যেমনঃ
This is your pen; it is a good one. (Singular)
This mangoes are not sweet; I want some
good ones. (Plural)
The same এর ব্যবহারঃ “The same” কখনো কখনো
Demonstrative Pronoun রুপে ব্যবহৃত হতে পারে তখন এর পরে ‘as’ ব্যবহৃত হয়। যেমনঃ
They did the same as we.
Such এর ব্যবহারঃ ‘Such’ সেই রুপে, সেভাবে
- যখন Demonstrative Pronoun রুপে কাজ করে তখন তা পূর্ববর্তী কোন Noun কে নির্দেশ করে
তাহলে এর আগে ‘as’ ব্যাবহৃত হয়। যেমনঃ
He is born and works as such.
So এর ব্যাবহারঃ ‘So’ Demonstrative
Pronoun হিসেবে ব্যবহৃত হতে পারে। তখন এটি সচরাচর say, think, tell, hope, desire,
want, and demand ইত্যাদি Verb এর পরে বসে। যেমনঃ
He said so.
I think so.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।