প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Indefinite Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Pronoun’ এর ষষ্ঠ প্রকার “Distributive Pronoun বা পৃথকীকরণ সর্বনাম” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
স্মরণ
রাখবে যে, Distributive Pronoun জানার আগে “Pronoun” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে
হবে। তাহলে Distributive Pronoun বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন।
Distributive Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Pronoun দুই
বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে প্রকাশ করে তাকে
Distributive Pronoun বা পৃথকীকরণ সর্বনাম বলে। যেমনঃ
Either of the two boys is talented.
Each of the boys is guilty.
Either, Neither, Each, Anyone, Every,
None ইত্যাদি হলো Distributive Pronoun।
নোটঃ Distributive
Pronoun এর পরে Verb Singular হয় এবং এর সাথে সম্পর্কযুক্ত Noun বা Pronoun
Singular হয়।
Distributive Pronoun এর ব্যবহারঃ
Each এর ব্যবহারঃ
⇘ দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে
পৃথক পৃথকভাবে বুঝাতে ‘Each’ ব্যবহৃত হয়। ‘Each’ এর পরে ‘of’ যুক্ত Noun / Pronoun
সাধারণত Plural হয় এবং Verb Singular হয় যেমনঃ
Each of the boys was fined.
Each of the learners got a prize.
⇘ Each এর পূর্বে Antecedent (Noun/Pronoun)
না থাকলে Each সর্বদা Singular হয় এবং Verb ও Singular হয়। যেমনঃ
Each has his own ambition.
⇘ কিন্তু, Each এর পর যদি কোনো Antecedent থাকে
এবং তা যদি Plural হয় তবে Each সর্বদা Plural হয়। যেমনঃ
The authors each have done their work.
⇘ সাধারণত বাক্যে যদি Numeral বা সংখ্যাবাচক
শব্দ থাকে তাহলে ‘Each’ বাক্যের শেষে বসে। যেমনঃ
I bought these books thirty taka each.
Either এর ব্যবহারঃ Either এর অর্থ দুয়ের
মধ্যে একটি বা দুয়ের মধ্যে একজন। দু’ব্যক্তি বা বস্তুর যে কোনো একটিকে অন্যটি হতে
পৃথকভাবে প্রকাশ করতে ‘either’ ব্যবহৃত হয়। Either এর পরবর্তী Noun / Pronoun
‘Plural’ হয় এবং Verb ‘Singular’ হয়। যেমনঃ
Either of the two brothers will attend
the function.
Neither এর ব্যবহারঃ Either এর Negative রুপ
হচ্ছে Neither। দু’ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনটিই নয় প্রকাশ করতে ‘Neither’ ব্যবহৃত
হয়। Neither এর পরবর্তী Noun / Pronoun ‘Plural’ হয় এবং Verb ‘Singular’ হয়। যেমনঃ
Neither of them was present in the
seminar.
নোটঃ
⇘ দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে
‘either’ এর স্থলে anyone এবং ‘neither’ এর স্থলে none ব্যবহৃত হয়। যেমনঃ
There are five books here, you can take
anyone.
None of the boys is as talented as I
expected.
⇘ Each, either, neither এর পরে of + noun থাকলে
each, either, neither হবে Pronoun কিন্তু each, either, neither এর পরে Noun থাকলে
each, either, neither হবে Adjective। যেমনঃ
‘Of + noun’ Pronoun রুপেঃ
Each of the boys got a prize.
Either of the boys is meritorious.
Neither of the flowers is colourful.
‘Noun’ Adjective রুপেঃ
Each boy has got a prize.
Either boy is meritorious.
Neither flower is colorful.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।