বাংলা বাক্যে সহজে Verb চেনার উপায়

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে  ইংরেজি ব্যাকরণের সবচেয়ে প্রয়োজনীয় একটি বিষয় Verb বা ক্রিয়া নিয়ে আলোচনা করবো। সাধারণত একটি Sentence বা বাক্যের মধ্যে  দুইটি অংশ থাকে। প্রথমটিকে বলে Subject (উদ্দেশ্য) এবং দ্বিতীয়টি হলো Predicate (বিধেয়)। আর এই Predicate টি Verb এবং Object / Extension নিয়ে গঠিত। ইংরেজি ব্যাকরণের Subject, Verb এবং Object নির্ণয় করতে সমস্যা না হলেও বাংলা বাক্যকে ইংরেজী করতে হলে ক্রিয়া নির্ণয় করতে খুব বেগ পেতে হয়। তবে এই ক্রিয়া নির্ণয় করতে পারলে বাংলা বাক্যকে ইংরেজি করতে অনেক সহজ হয়ে যায়। কেননা Verb বা ক্রিয়া কে প্রশ্ন করলে অতি সহজে Subject, Object নির্ণয় করা যায়। পাশাপাশি বাক্যটি কোন Tense বা কালের সাথে সম্পর্কিত তা জানা যায়। তাই আজকে আপনাদের মাঝে কীভাবে অতি সহজে বাংলা বাক্যের মধ্যে Verb এর অবস্থান নির্ণয় করা যায় তা শেয়ার করবো। আশা করি এই নিয়ম গুলো ঠিক মতো আয়ত্ত্ব করতে পারলে Verb নির্ণয় করতে সমস্যা হবে না। তাহলে চলুন শুরু করা যাক।


ক্রিয়া চেনার উপায়, বাংলা ক্রিয়া, Verb, Identify Verb


সাধারণত বাংলা বাক্যে Verb বা ক্রিয়া বাক্যের শেষে থাকে। কিন্তু বাক্যের শেষ শব্দটা সবসময় যে ক্রিয়া হবে, তা কিন্তু নির্দিষ্ট নয়। তাই এই ক্রিয়া কে নির্ণয় করার জন্য আমরা কিছু নিয়ম আনুসরণ করতে পারি। যদি কোনো বাক্যের শেষ শব্দের সাথে তেছি - তেছ – তেছে – তেছেন – ইতেছি - ইতেছ – ইতেছে – ইতেছেন – ল – লে – লাম ইত্যাদি শব্দ যোগ করার পর কোনো অর্থবোধক শব্দ প্রকাশ করে তাহলে তাই ঐ বাক্যের ক্রিয়া বা Verb। আর যদি অর্থবোধক শব্দ প্রকাশ না করে তাহলে তা ক্রিয়া বা Verb হবে না।

 

উদাহরণঃ আমি ভাত খাই। এই বাক্যের শেষ শব্দ হলো "খাই" । এখন প্রশ্ন হলো এটা কি আসলে ক্রিয়া বা ক্রিয়া নয় তা নিয়ে এখন আমরা আলোচনা করবো।

 

উদাহরণ বিশ্লেষণঃ উপরোক্ত নিয়ম অনুযায়ী, বাংলা বাক্যের শেষে যে শব্দটি থাকবে তার সাথে তেছি - তেছ – তেছে – তেছেন যে কোনো একটি শব্দ যোগ করার পর যদি অর্থপূর্ণ শব্দ হয় তাহলে তাই ক্রিয়া।  

 

এখন এই উদাহরণের শেষ শব্দ হলো 'খাই' আর এর সাথে তেছি যোগ করলে পরিপূর্ণ শব্দটি হবে খাই + তেছি = খাইতেছি অথবা খাই + তেছে = খাইতেছে ইত্যাদি। এখানে খাইতেছে শব্দটি একটি অর্থপূর্ণ শব্দ।  সুতরাং বলা যায় যে, উপরিল্লোখিত বাক্যের ক্রিয়া হলো “খাই”। 


আমি ভাত খাই – I eat rice

 

তবে তেছি - তেছ – তেছে – তেছেন – ইতেছি – ইতেছ – ইতেছে – ইতেছেন এই সকল শব্দ শব্দের শেষে বসিয়েও যদি অর্থপূর্ণ শব্দ পাওয়া না যায়, তাহলে ঐ বাক্যে হই – হয় – হও – হন – হচ্ছে এগুলোর যেকোনো একটি বসালেও যদি বাক্যের কোন অর্থ পরিবর্তন না হয়, তাহলে সেটিই ঐ বাক্যের ক্রিয়া।

 

উদাহরণঃ  আমি একজন ছাত্র – নিয়ম অনুযায়ী বাক্যের শেষ শব্দই ক্রিয়া, কিন্তু এই বাক্যের শেষ শব্দটি হলো “ছাত্র”। 

  

উদাহরণ বিশ্লেষণঃ উপরিল্লোখিত নিয়ম অনুযায়ী 'ছাত্র' এর সাথে “তেছি” যোগ করলে তা হবে ছাত্র + তেছি = ছাত্রতেছি। যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। এখন আমরা উক্ত বাক্যের মধ্যে হই – হয় – হও – হন – হচ্ছে এর মধ্যে যেকোনো একটি ব্যবহার করে আমাদের ক্রিয়া নির্ণয় করতে পারি।

যেমনঃ আমি একজন ছাত্র => আমি হই একজন ছাত্র । এখানে বাক্যের মধ্যে “হই” যোগ করার পরেও বাক্যের অর্থের কোন পরিবর্তন হচ্ছে না। অতএব উক্ত বাক্যে “হই” হলো বাক্যটির ক্রিয়া / Verb.


আমি হই একজন ছাত্র - I am a student

 

এছাড়াও কোন বাংলা বাক্যের শেষে যদি বিশেষ্য(Noun) + আছ, আছি, আছে, আছেন, ছিল, ছিলে, ছিলেন, ছিলাম, হব, হবে, হবেন থাকে, তাহলে ঐ বাক্যে এই শব্দগুলো হবে ক্রিয়া বা Verb। আমরা এই ক্ষেত্রে মনে রাখার জন্য, ইংরেজি ব্যাকরণের কাল (Tense), বাংলা ক্রিয়া চেনার উপায় এবং এর মধ্যে ব্যবহৃত সাহায্যকারী ক্রিয়া (Auxiliary Verb) গুলো দেখে নিতে পারি।


আমরা জানি Tense প্রধানত ৩ প্রকার এবং প্রত্যেক প্রকার আবার ৪ ভাগে বিভক্ত। তাহলে এই অনুযায়ী Tense ১২ প্রকার। আর এই ১২ প্রকারে ব্যবহৃত Auxiliary Verb গুলো হলোঃ am, is, are, have, has, was, were, had, shall, এবং will। তাছাড়াও have been, has been, had been, will be, shall be, will have এবং shall have রয়েছে। তাহলে Auxiliary Verb এর সাথে উপরিল্লোখিত শব্দগুলো আছ, আছি, আছে, আছেন, ছিল, ছিলে, ছিলেন, ছিলাম, হব, হবে, হবেন ইত্যাদি যোগ করে আমরা আমাদের ক্রিয়া নির্ণয় করার কৌশল, আরো এক ধাপ এগিয়ে নিতে পারি। 


👉 যখন বাংলা বাক্যের শেষে আছ, আছি, আছে, আছেন ইত্যাদি থাকে তাহলে তার ইংরেজি প্রতিরূপ হবে – am, is, are, have, has, have been, has been।

👉 যখন বাংলা বাক্যের শেষে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম ইত্যাদি থাকে তাহলে তার ইংরেজি প্রতিরূপ হবে – was, were, had, had been।

👉 যখন বাংলা বাক্যের শেষে হব, হবে, হবেন ইত্যাদি থাকে তাহলে তার ইংরেজি প্রতিরূপ হবে – will, shall, will be, shall be, will have, shall have। 


 

সময় পেলে অনুশীলন করতে পারেন, কেননা অনুশীলন ই একজন মানুষ কে সম্পূর্ণ করে তোলে। তাহলে আপনি কেন নয়?

⇘ বইটি টেবিলের উপরে আছে।

 সুমাইয়া চেয়ারে বসে আছেন।

 আমি আপনার সাথে দেখা করব।

 শিশুটি নদীতে পড়ে গেল।

 চিঠিটা ডাকে পাঠানো হয়েছিল।

 বাঘটিকে বন্দুক দিয়ে মারা হয়েছে।

 এই বইটা তোমার।


আপনারাও নিজ থেকে চেষ্টা করবেন, তাহলেই শেখাটা পরিপূর্ণ হবে। আর এই বাক্যগুলোর উত্তর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের উত্তরের আশায় রইলাম।

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment