Gender কাকে বলে এবং কত প্রকার ও কি কি ?

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয় Gender বা লিঙ্গ নিয়ে বিস্তারিত শেয়ার করবো। গত পর্বে “Sentence কাকে বলে এবং কত প্রকার ও কী কী। তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি”। নিম্নে Gender বা লিঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তাহলে চলুন শুরু করা যাক -


Gender কাকে বলে এবং কত প্রকার ও কি কি ?


 

Gender এর সম্পর্কে জানার আগে, আমরা কয়েকটা উদাহরণ দেখিঃ

He is a good man

She is a good woman


উপরের উদাহরণগুলোতে He এর সাথে man এবং She এর সাথে woman সম্পর্ক রয়েছে। প্রথম বাক্যে he থাকার কারণে man ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যে She থাকার কারণে Woman ব্যবহৃত হয়েছে। তাহলে বোঝা যায়, Noun বা Pronoun দ্বারা যদি স্ত্রী বা পুরুষ বুঝায় তাহলে বাক্যের অন্তর্গত শব্দের পরিবর্তন করতে হয়।

 

যে Word বা শব্দ দ্বারা কোন Noun বা Pronoun স্ত্রী, পুরুষ বা এদের কোনটি নয় অথবা ক্লীব (অচেতন পদার্থ) ইত্যাদি বুঝায় তাকে Gender বা লিঙ্গ বলে।

  

Gender এর প্রকারভেদঃ ইংরেজি ব্যাকরণে Gender চার প্রকার। যেমন –

  1. Masculine Gender (পুংলিঙ্গ)
  2. Feminine Gender (স্ত্রীলিঙ্গ)
  3. Common Gender (উভয়লিঙ্গ)
  4. Neuter Gender (ক্লীবলিঙ্গ)

নিম্নে এই চার প্রকার Gender সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ।



Masculine Gender: যে সকল Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি বুঝায় তাকে Masculine Gender (পুংলিঙ্গ) বলে। যেমনঃ

Habib, Father, Man, Brother, Poet ইত্যাদি।


 

Feminine Gender: যে সকল Noun বা Pronoun দ্বারা স্ত্রী জাতি বুঝায় তাকে Feminine Gender (স্ত্রীলিঙ্গ) বলে। যেমনঃ

Sumaiya, Mother, Woman, Sister, Poetess ইত্যাদি।


 

Common Gender: যে সকল Noun বা Pronoun দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কে বুঝায় তাকে Common Gender (উভয়লিঙ্গ) বলে। যেমনঃ

Parents, Student, Orphan, Friend, Child ইত্যাদি।


 

Neuter Gender: যে সকল Noun বা Pronoun দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কে না বুঝিয়ে কোন অচেতন বস্তুকে বুঝায় তাকে Neuter Gender (ক্লীবলিঙ্গ) বলে। যেমনঃ

Chair, Table, Clock, Book, Box ইত্যাদি।


 

নিম্নে Masculine Gender কে কীভাবে Feminine Gender – এ রূপান্তর করা যায় তা উল্লেখ করা হলোঃ


নিয়ম ০১ - ভিন্ন শব্দ ব্যবহার করে Masculine Gender কে Feminine Gender – এ রূপান্তর করা যায়। যেমনঃ

Boy => Girl

Brother => Sister

Cock => Hen

Dog => Bitch

Drone => Bee

Gentle man => Lady

Male => Female

Husband => Wife



নিয়ম ০২: Masculine Gender এর শেষে “ess” যোগ করে।

Poet => Poetess

Prince => Princess

Lion => Lioness

 


নিয়ম ০৩: Masculine Gender এর শেষে যদি “or, er, ro” থাকে। তাহলে এই সকল শব্দকে Feminine Gender করার সময় o, e উঠে গিয়ে ‘r’ এরপর “ess” যোগ করে Feminine – এ রূপান্তর করতে হয়।

Actor => Actor => actress

Hunter => Hunter => Huntress

Negro => Negro => Negress



নিয়ম ০৪: Masculine Gender এর শেষে “trix, a, ine” ইত্যাদি যোগ করে Feminine Gender করা যায়।

Sultan => Sultana

Hero => Heroine

Executor => Executrix



নিয়ম ০৫: Compound Noun এর Masculine Gender কে Feminine Gender করার জন্য Masculine অংশকে Feminine করতে হয়।

Compound Noun এর প্রথমাংশ পরিবর্তন করে –

He-goat => She-goat

Bull-calf => Cow=calf

Male-servant => Woman-servant


Compound Noun এর দ্বিতীয়াংশ পরিবর্তন করে –

Fisherman => Fisherwoman

Land-lord => Land-lady

Pea-cock => Pea-hen

Gentleman => Gentlewoman


নিয়ম ০৬: Third Person এর Pronoun গুলোকেও পরিবর্তন করা যায়।

He => She

His => Her, Hers

Him => Her

 


নোটঃ

👉 কিছু কিছু Word আছে যেগুলো Feminine হিসাবে ব্যবহৃত হয়। এদের কোন Masculine Gender নাই। যেমনঃ Nurse, Virgin, Shrew ইত্যাদি।


👉 কিছু কিছু Masculine Word আছে যেগুলোর Feminine Gender হয় না। যেমনঃ Captain, Judge, Chairman, Knight ইত্যাদি।


👉 যে সকল অপ্রাণীবাচক Noun শক্তি, তেজ প্রভৃতি পুরুষালী বৈশিষ্ট্য গুণ রয়েছে সেগুলোকে Masculine Gender বলে মনে করা হয়। যেমনঃ Anger, Summer, Winter, Thunder ইত্যাদি।


👉 যে সকল অপ্রাণীবাচক Noun সৌন্দর্য, কোমলতা, উদারতা প্রভৃতি নারীসুলভ বৈশিষ্ট্য গুণ রয়েছে সেগুলোকে Feminine Gender বলে মনে করা হয়। যেমনঃ Mercy, Peace, Spring, Charity ইত্যাদি।


👉 দেশের নাম, বিমান, ট্রেন , জাহাজের ইত্যাদির নামকে Feminine Gender বলে মনে করা হয়।


👉 শিশু, ইতরপ্রাণী, কোন বস্তুর নাম, শ্রেনীবাচক নামে এগুলো যে লিঙ্গের হোক না কেন। এই শব্দগুলোকে Neuter Gender (ক্লীব লিঙ্গ) বলে মনে করা হয়।

 

স্মরণ রাখবে যে, কোনো Sentence এর মধ্যে Noun এর কোন রুপ ব্যবহৃত হয়ছে তার উপর নির্ভর করে Pronoun এর রুপ ব্যবহৃত হবে। যেমনঃ

Boy => He / His / Him

Girl => She / Her / Hers

Goat => it / its

 

নিজে করঃ Masculine Gender থেকে Feminine Gender এ রূপান্তর।

Bachelor, Fox, Abbot, Emperor, Boar, Mr., Inspector, Founder, Warder,  Buck, Hero, Waiter, Tiger, Porter, Heir, Hart, Host, King, Giant, Patron, Count, Signor, Testator, Monk, Infant, Billy-goat, Cock-sparrow, Son, Male-child, Mankind,  Sir, Uncle, Horse, King, Landlord, Father-in-law, Son-in-law, Beggarman, Step-brother, School-master ইত্যাদি।

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment