প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Relative Pronoun’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Pronoun’ এর পঞ্চম প্রকার “Indefinite Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
স্মরণ
রাখবে যে, Indefinite Pronoun জানার আগে “Pronoun” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। তাহলে Indefinite Pronoun বুঝতে সমস্যা হবে না। কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন।
Indefinite Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে সকল Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে
নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝায়, সেই সকল Pronoun কে Indefinite
Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমনঃ
I have some new books.
Someone may come.
One, None, Other, Another, Many,
Several, Few, Some, Both, Somebody, Anybody এবং Someone ইত্যাদি Indefinite
Pronoun।
Indefinite Pronoun এর ব্যবহার –
One এর ব্যবহার: ব্যক্তি বা বস্তুর পরিবর্তে One বসে।
তবে Indefinite Personal Pronoun হিসেবে One যদি কোনো বাক্যের Subject হয়, তাহলে তারপর
Nominative ও Objective Case এ ‘One’ এবং Possesive Case এ “One’s” হয় (him, his ইত্যাদি
বসে না)। যেমনঃ
One should do one’s duty.
One does not know when one will die.
সংখ্যাবাচক Pronoun হিসেবে One পূর্ববর্তী
কোনো Noun এর পরিবর্তে ব্যবহৃত হলে সেক্ষেত্রে Singular Noun এর সাথে ‘One’ এবং
Plural Noun এর সাথে “One’s” ব্যবহৃত হয়। যেমনঃ
If the shirt is old, replace it with a new
one.
There are old books, give him the new
ones.
None এর ব্যবহার: এটি Not + one কিংবা no + one এর সংক্ষিপ্ত
রুপ। তা স্বত্ত্বেও Countable Noun এর ক্ষেত্রে এটি Subject রুপে Singular ও Plural উভয়
Verb গ্রহণ করতে পারে। এবং Uncountable Noun এর ক্ষেত্রে Singualr Subject রুপে
Singular verb গ্রহণ করে। ব্যক্তির ন্যায় বস্তুর ক্ষেত্রেও Noun ব্যবহৃত হয়। যেমনঃ
None of these books are new.
None is important in this world
(Singular)
None are immortal in this world
(Plural)
Any এর ব্যবহার: Singular এবং Plural উভয় Number এর ক্ষেত্রে Interrogative এবং Negative Sentence এ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে 'Any' বসে। যেমনঃ
Have you seen any students there? No, I’ve not seen any.
I asked for better ideas but nobody could
give any.
Adjective হিসেবে Any এর ব্যবহারঃ
⇘ Barely, hardly, never, rarely, seldom,
deny, fail, forbid, prohibit, impossible, unlikely ইত্যাদি ‘না’ সূচক শব্দের সাথে
‘Any’ ব্যবহৃত হয়। যেমনঃ
It was impossible for any people to
stop the crime.
⇘ Question এর ক্ষেত্রে ‘Any’ ব্যবহৃত হয়। যেমনঃ
Do you have any watch?
Some এর ব্যবহার: Plural Number এ ব্যক্তি বা বস্তুর
পরিবর্তে Some ব্যবহৃত হয়। এক্ষেত্রে ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণ জানা বা অজানা
থাকে। যেমনঃ
I saw some people there.
I have lost some of your books.
Other এর ব্যবহার: সাধারণত ব্যক্তির পরিবর্তে
‘Other’ ব্যবহৃত হয়। যেমনঃ
One should help the others.
You should respect the rights of
others.
নোটঃ অনির্দিষ্টভাবে কোনো স্থান বা বস্তুকে
বুঝাতে Place এবং Thing এর সাথে Other ব্যবহৃত হয়। যেমনঃ
I visited Dhaka, Chandpur, and other
places.
Maha bought paper, ink, pen, and other
things.
Another এর ব্যবহার: সাধারণত বস্তুর পরিবর্তে
‘Another’ ব্যবহৃত হয়। যেমনঃ
He did not take this book, give him
another.
⇘ মনে রাখবে –
Everybody, everyone, anyone, anybody,
no one, nobody, somebody ইত্যাদি Singular Noun এর পরিবর্তে বসে এবং এদের পর Verb
Singular Number হয়। যেমনঃ
Someone has been punished by the
teacher.
Nobody was willing to do it.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।