প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘ Demonstrative Pronoun ’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘...
প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Demonstrative Pronoun’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Pronoun’ এর তৃতীয় প্রকার “Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
স্মরণ
রাখবে যে, Interrogative Pronoun জানার আগে “Pronoun” সম্পর্কে মৌলিক ধারণা থাকতে
হবে তাহলে Interrogative Pronoun বুঝতে সমস্যা হবে না কিন্তু যদি না থাকে তাহলে দেরি না করে এখনি দেখে নিন।
Interrogative Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Pronoun দ্বারা
কোন প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম বলে।
যেমনঃ
What do you want?
Who are you?
Whom do you love?
উপরের বাক্যগুলোতে what, who, whom শব্দগুলো
হলো Interrogative Pronoun।
Interrogative Pronoun এর ব্যবহার -
Who এর ব্যবহারঃ
ব্যাক্তির ক্ষেত্র Singular ও Plural
Number এ অনির্দিষ্টভাবে who ব্যবহৃত হয়। যেমনঃ
Who is he?
Who are they?
What এর ব্যবহারঃ
✔ শুধু
বস্তুর ক্ষেত্রে Singular ও Plural Number এ what ব্যবহৃত হয়। যেমনঃ
What will you eat?
What is it?
✔ কত অধিক বুঝাতে Exclamatory Sentence এ
what ব্যবহৃত হয়। যেমনঃ
What! Has he failed?
What a nice bird it is!
✔ কেন কিংবা কী অর্থে what ব্যবহৃত হয়। যেমনঃ
What is Chandpur famous for?
Whom এর ব্যবহারঃ
Whom এর অর্থ কাকে বা কাদেরকে। কোন ব্যাক্তির
পরিবর্তে who এর Objective Case – এ “Whom” Singular ও Plural Number উভয় ক্ষেত্রে
ব্যবহৃত হয়। যেমনঃ
Whom do you love?
Whose এর ব্যবহারঃ
ব্যাক্তির অধিকার, মালিকানা বোঝাতে who এর
Possessive Case – এ “Whose” Singular ও Plural Number উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমনঃ
Whose pen have you lost?
Whose books do you need?
Which এর ব্যবহারঃ
বস্তু ও ইতর প্রানীর জন্য Singular ও
Plural Number উভয় ক্ষেত্রেই Which ব্যবহৃত হয়। যেমনঃ
Which is your pen?
Which of the colour do you like?
নোটঃ
✔ Which এবং what এর পর Noun থাকলে সেগুলো
Interrogative Pronoun না হয়ে Interrogative Adjective হয়। যেমনঃ
What is the matter? (IP)
What matter is it? (IA)
✔ Interrogative Pronoun দ্বারা কোন বাক্য শুরু
হলে Subject এর পূর্বে Auxiliary Verb বসে। যেমনঃ
What does he want?
তবে Interrogative Pronoun “Who এবং
What” বাক্যে Verb এর Subject রুপে ব্যবহৃত হলে Auxiliary Verb (do, does, did) এর
ব্যবহারের প্রয়োজন নেই। যেমনঃ
Who helped the boy?
✔ Who, what, which কোনো Preposition এর
Object হিসেবে ব্যবহৃত হলে সে Preposition-টি বিচ্ছিন্নভাবে বাক্যের শেষে বসে। তখন
এটাকে Detached (বিচ্ছিন্ন) Preposition বলে। যেমনঃ
Who / Whom are you waiting for?
What is Chittagong famous for?
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।
COMMENTS