বনভোজনের আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখ

 বনভোজনের আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর কাছে 
একটি চিঠি লেখ।
বনভোজনের আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখ

মাওয়া, ঢাকা

২০/০২/২০২৩ ইং

প্রিয় মাহবুব

আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তুমি জেনে খুশি হবে যে, আমাদের স্কুল একটি বনভোজনের আয়োজন করতে যাচ্ছে। আমরা আগামী সোমবার বনভোজনের জন্য কুমিল্লা ময়নামতির শালবন বিহারে যাবার সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে বনভোজনের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি তুমি আসো, তাহলে একসাথে অনেক মজা করবো।

আজ আর নয়। শরীরের প্রতি যত্ন নিও।

ইতি

তোমার প্রিয় বন্ধু

হাসান

শ্রেণি উপযোগীঃ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি।

Post a Comment

Support Us