Language এবং English Grammar কাকে বলে?

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আধুনিক এই পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষ বসবাস করে। প্রত্যেকে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য নানা রকমের ভাষা ব্যবহার করে থাকেন। এই ভাষার মধ্যে রয়েছে নানা রকম বৈচিত্র্য। তাই আজকের এই ব্লগে আপনাদের মাঝে ‘Language & Grammarনিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।


Language, English, English Grammar, ইংরেজি ব্যাকরণ, ভাষা, ঈংরেজি ভাষা

 

Language (ভাষা):

এই পৃথিবীতে ১৯৫ টি দেশ রয়েছে এবং বর্তমানে প্রায় ৭,১১১ টি ভাষা মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকেন। তার মধ্যে বিশ্বের প্রায় অর্ধেকের বেশি জনসংখ্যা ২৩ টি ভাষা ব্যাবহার করে থাকেন এক অপরের মধ্যে কথা-বার্তা আদান প্রদান করার জন্য। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। এমনি করে ম্যান্ডারিন, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি এবং আমাদের মাতৃভাষা বাংলা পৃথিবীর মধ্যে ৭ম প্রধান ভাষা হিসেবে মানুষ ব্যবহার করে থাকে।

 

তাহলে বলা যায় যে, যে সকল অর্থেবোধক ধ্বনির সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি তাকে Language বা ভাষা বলে।

 

Grammar বা ব্যাকরণঃ

যে বই পড়লে ভাষা শুদ্ধ করে লিখতে, পড়তে এবং প্রয়োগ করতে পারা যায় তাকে Grammar বা ব্যাকরণ বলে।

 

আমরা যেই ভাষায় কথা বলি না কেন, প্রত্যেক ভাষার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন। অতএব বলা যায় যে,

যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষার গঠন, প্রকৃতি, স্বরূপ এবং প্রয়োগ বিধি জানা যায় তাকে English Grammar বা ইংরেজি ব্যাকরণ বলে।

 

এমনি করে, বাংলা ভাষার জন্য বাংলা ব্যাকরণ, আরবি ভাষার জন্য আরবি ব্যাকরণ, হিন্দি ভাষার জন্য হিন্দি ব্যাকরণ এবং স্প্যানিশ ভাষার জন্য স্প্যানিশ ব্যাকরণ। তাহলে বলা যায় যে প্রত্যেক ভাষার জন্য রয়েছে নিজস্ব ভাষার ব্যাকরণ।

 

আর এই হিসেবে, English Grammar পাঁচ টি প্রধান অংশ নিয়ে গঠিত। যেমনঃ

  1. Orthography (বর্ণ প্রকরণ)
  2. Etymology (শব্দ প্রকরণ)
  3. Syntax (বাক্য প্রকরণ)
  4. Punctuation (বিরাম চিহ্ন প্রকরণ)
  5. Prosody (ছন্দ প্রকরণ)


নিম্নে উপরিল্লোখিত প্রাকারগুলো নিয়ে বিস্তারিত আলোচন করা হলো।


👉 Orthography: ইংরেজি ব্যাকরণের যে অংশে Letter বা অক্ষরের বিশুদ্ধ উচ্চারণ ও প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Orthography বা বর্ণ প্রকরণ বলে।


👉 Etymology: ইংরেজি ব্যাকরণের যে অংশে Word বা শব্দের ব্যুৎপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Etymology বা শব্দ প্রকরণ বলে।


👉 Syntax: ইংরেজি ব্যাকরণের যে অংশে Sentence বা বাক্যের Word সমূহ শুদ্ধরুপে যথাস্থানে ব্যবহার করার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Syntax বা বাক্য প্রকরণ বলে।


👉 Punctuation: ইংরেজি ব্যাকরণের যে অংশে বিরামচিহ্ন প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Punctuation বা বিরামচিহ্ন প্রকরণ বলে।


👉 Prosody: ইংরেজি ব্যাকরণের যে অংশে ইংরেজি কবিতার ছন্দ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে Prosody বা ছন্দ প্রকরণ বলে।

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment