Number কাকে বলে এবং কত প্রকার ও কি কি ?

 

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আজকের ব্লগে ইংরেজি ব্যাকরণের সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয় Number বা সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। গত পর্বে “Person কাকে বলে? Person কত প্রকার এবং উদাহরণসহ বিস্তারিত আলোচনা করেছি”। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে চলুন শুরু করা যাক।



What is Number, Number, Kinds of Number, Types of Number, Number With Example



Number অর্থ বচন বা সংখ্যা। তা হতে পারে কোন ব্যাক্তি, বস্তু বা প্রানীর সংখ্যা। তাহলে বলা যায় যে, ইংরেজি ব্যাকরণে – যা দ্বারা কোন ব্যাক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে Number বলে। যেমনঃ

Book – বই

Books -  বইগুলো


উদাহরণ বিশ্লেষণঃ উপরোক্ত উদাহরণে ‘Book’ এর অর্থ বই আবার ‘Books’ এর অর্থ বইগুলো। এখানে “Book বা বই” বলতে আমরা একটি বই কে বুঝি। কিন্তু যখন ‘Book’ এর পর ‘S’ যোগ করি তাহলে তা “Books” হয় এবং এর অর্থ বইগুলো, অর্থাৎ বহু সংখ্যক বই। ইংরেজি ব্যাকরণে Number বা সংখ্যা ২ প্রকার। যথাঃ

  1. Singular Number (একবচন)
  2. Plural Number (বহুবচন)

 

👉 Singular Number – একবচনঃ যে Noun দ্বারা একটি ব্যাক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Singular Noun বলে। যেমনঃ


Bird, Boy, Cat, Egg, House ইত্যাদি।


উপরের উদাহরণগুলো Bird, Boy, Cat, Egg এবং House ইত্যাদি Noun দ্বারা একটি মাত্র সংখ্যাকে বুঝায়, তাই এরা Singular Number বা একবচন।



👉 Plural Number –বহুবচনঃ যে Noun দ্বারা দুই বা ততোধিক ব্যাক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Plural Number বলে। যেমনঃ


Birds, Boys, Cats, Eggs, Houses ইত্যাদি।


উপরের উদাহরণগুলো Birds, Boys, Cats, Eggs এবং Houses ইত্যাদি Noun দ্বারা দুই বা ততোধিক সংখ্যাকে বুঝায়, তাই এরা Plural Number বা বহুবচন।


নোটঃ মনে রাখবে যে, Number শুধুমাত্র Noun ও Pronoun হয়। এর বাহিরে Parts of Speech এর আর কোন প্রাকারের মধ্যে Number হয় না।

 

উপরের উদাহরণগুলোতে আমরা Singular Number কে Plural Number করার জন্য Singular Number এর সাথে ‘S’ যোগ করে Plural Number এ রূপান্তর করেছি। কিন্তু, সব সময় যে একই নিয়ম প্রয়োগ হবে তাতো নয়, এখন আমরা Singular Number কে আর কি কি নিয়মে Plural Number এ রূপান্তর করা যায় তা নিয়ে বিস্তারিত জানবো।

 

নিয়ম ১ – যে কোন Singular Noun এর শেষে “s” যোগ করে Plural Noun করা যায়।

গঠনপ্রণালীঃ Singular + S = Plural

যেমনঃ

Hand => Hand + s = Hands
Town => Town + s = Towns

 

নিয়ম ২ – যে সকল Singular Noun এর শেষে “O” থাকে এবং “O” এর আগে যদি Consonant থাকে, তাহলে এর শেষে “es” যোগ করে Plural Noun করা যায়।

গঠনপ্রণালীঃ Singular + O => Consonant + O => Singular + ES = Plural

যেমনঃ

Hero => r + o => Hero + es = Heroes

Tomato => t + o => Tomato + es = Tomatoes


এখানে, Singular Noun এর শেষের অক্ষর “O” এবং তার আগের অক্ষর “Consonant”, তাই Singular Noun এর শেষে “es” যোগ করে Plural করা হয়েছে। কিন্তু “O” এর আগের অক্ষর যদি Consonant না হয়ে Vowel হয়, তাহলে Singular এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয়।

গঠনপ্রণালীঃ Singular + O => Vowel + O => Singular + S = Plural

যেমনঃ

Bamboo => o + o => Bamboo + s => Bamboos

Studio => i + o => Studio + s => Studios

 

কিন্তু কিছু ক্ষেত্রে “O” এর পূর্বে Consonant থাকলেও শুধু ‘s’ যোগ করে Plural Number করা যায়।

গঠনপ্রণালীঃ Singular + O => Consonant + O => Singular + S = Plural

যেমনঃ

Photo => t + o => Photo + s = Photos

Piano => n + o => Piano + s = Pianos

 

 

নিয়ম ৩ – যে সকল Singular Noun এর শেষে s, ss, sh, ch, x এবং z থাকে, এবং এদের উচ্চারণ “চ” এর মতো হয়। তাহলে Singular Noun কে Plural করতে হলে Singular Noun এর শেষে ‘es’ যোগ করে Plural করতে হয়। 

গঠনপ্রণালীঃ Singular + es => Singular + s/ss/sh/ch/x + es = Plural

যেমনঃ

Ass => এখানে Ass এর শেষে “s” রয়েছে => Ass + es = Asses

Branch => এখানে Branch এর শেষে “ch” রয়েছে => Branch + es = Branches ( তবে ‘ch’ এর উচ্চারণ যদি বাংলা ‘ক’ এর মতো উচ্চারিত হয় তাহলে ঐ শব্দের শেষে ‘s’ যোগ করে Singular Noun কে Plural করতে হয়।)

Stomach => এখানে Stomach এর শেষে ‘ch’ রয়েছে এবং ‘ch’ এর উচ্চারণ ‘ক’ এর মতো হয়েছে => Stomach + s = Stomachs

 

নোটঃ এখানে ‘ch’ এর উচ্চারণ কখনো “চ” এর মতো আবার কখনো “ক” এর মতো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো উচ্চারণের ভিন্নতা কেন? এই ভিন্নতা কেন হয় তা নিয়ে এই ওয়েবসাইটে আমি বিস্তারিত একটি পোষ্ট শেয়ার করেছি, সময় করে দেখা আসতে পারেন। আশা করি উপকৃত হবেন।


👉 সহজে ইংরেজি উচ্চারণ করার নিয়ম এবং উদাহরণ

 

 

নিয়ম ৪ – যে সকল Singular Noun এর শেষে ‘y’ থাকে এবং এর পূর্বে consonant থাকে। তাদেরকে Plural করার সময় ‘y’ এর জায়গায় “i” এবং তারপর ‘es’ যোগ করতে হয়।

গঠনপ্রণালীঃ Singular => Singular + y => Singular + i => Singular + i + es => Plural

যেমনঃ

City => Cit + y => Cit + y + i => Citi + es = Cities

Duty => Dut + y => Dut + y + i => Duti + es = Duties

 

কিন্তু ‘y’ এর পূর্বে Consonant না হয়ে Vowel হয়, তাহলে ‘y’ এর কোন পরিবর্তন হবে না এবং শুধুমাত্র Singular Noun এর শেষে অতিরিক্ত ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Play => y => a + y => Play + s => Plays

Key => y => e + y => Key + s => Keys

 

 

নিয়ম ৫ – যে সকল Singular Noun  এর শেষে ‘f/fe’ থাকলে Plural করার সময় ‘f / fe’ এগুলো উঠে গিয়ে এর জায়গায় “v” বসে এবং তারপরে ‘es’ যোগ করতে হয়। 

গঠনপ্রণালীঃ Singular => Singular + f / fe => Singular + v => Singular + v + es => Plural

যেমনঃ

Half => Hal + f => Hal + f + v => Halv + es => Halves

Knife => Kni + fe => Kni + fe + v => Kniv + es => Knives

 

কিন্তু Singular Noun এর শেষে ‘erf/oof/eef/off/arf/iff/urf/afe/ief/ulf’ থাকলে শুধু ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমনঃ

Serf => erf => Serf + s => Serfs

Proof => oof => Proof + s => Proofs


👉 বাংলা বাক্যের মধ্যে Verb সহজে চেনার উপায়  

 

নিয়ম ৬ – Compound Noun এর শেষে ‘man’ থাকলে এবং ‘man’ দিয়ে যদি মানুষ বুঝায় তাহলে Plural করতে ‘man’ এর জায়গায় ‘men’ বসাতে হয়।

গঠনপ্রণালীঃ Compound => Compound + man => Compound + men = Plural

যেমনঃ

Boatman => Boat + man => Boat + men => Boatmen

Fisherman => Fisher + man => Fisher + men => Fishermen

 

কিন্তু ‘man’ দিয়ে মানুষ কে না বুঝিয়ে অন্য কিছু বুঝালে শুধু ‘s’  যোগ করে Plural করতে হয়।

Mussalman => Mussalman + s = Mussalmans

German => German + s = Germans

 

আবার Compound Noun এর শেষে ‘ful’ থাকলে, তাহলে শব্দের শেষে ‘s’ যোগ করে Plural করতে হয়।

Basketful => Basket + ful => Basketful + s = Basketfuls

Handful => Hand + ful => Handful + s = Handfuls

 

 

নিয়ম ৭ – এক বা একাধিক শব্দ সমষ্টি নিয়ে গঠিত Compound Noun কে Plural করতে হলে Compound Noun  এর প্রধান শব্দটির শেষে ‘s’ যোগ করতে হয়।

যেমনঃ

Brother-in-law => Brother + s –in-law = Brothers-in-law

Passer-by => Passer + s – by = Passers-by

 

👉 ইংরেজি সকল প্যারাগ্রাফ


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment