প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Parts of Speech বা বাক্যের অংশ’ নি...
প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের ‘Parts of Speech বা বাক্যের অংশ’ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Parts
of Speech এর সম্পর্কে জানার আগে, আমরা একটা উদাহরণ দেখিঃ
Hurrah! Maha
got the first prize and she showed it to her father instantly.
উপরের বাক্যটিতে Maha, she, got, first,
instantly, her father, showed, to, and, Hurrah! প্রত্যেকটিই শব্দই ভিন্ন জাতীয় এবং
ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। আর এসকল ভিন্ন জাতীয় এবং ভিন্ন ভিন্ন শব্দের সমন্বয়ে
একটি বাক্যের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব ফুটিয়ে তুলি। আর এই সকল শব্দ দিয়ে বাক্য
গঠিত হয় বলে এরা প্রত্যকেই বক্তব্যের এক একটি অংশ। আর আমরা জানি Parts of Speech
(Parts এর অর্থঃ অংশ এবং Speech এর অর্থঃ বাক্য বা কথা। তাহলে Prts of Speech এর পূর্ণাঙ্গ
অর্থ হলো – বাক্যের অংশ বা কথার অংশ)। আর এজন্যই এদেরকে Parts of Speech বলে।
সংজ্ঞাঃ বাক্যে ব্যবহৃত Word সমূহকে তাদের
কার্যাবলি ও অর্থ অনুসারে ভিন্ন ভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। আর এই ভিন্ন ভিন্ন
শ্রেণির প্রত্যেক ভাগকেই এক একটি Parts of Speech বলে।
Parts of Speech এর প্রকারভেদঃ Parts of
Speech আট প্রকার। যথাঃ
- Noun - বিশেষ্য
- Pronoun - সর্বনাম
- Adjective - বিশেষণ
- Verb - ক্রিয়া
- Adverb – ক্রিয়া-বিশেষণ
- Preposition – পদান্বয়ী অব্যয়
- Conjunction – সংযোজক অব্যয়
- Interjection – বিস্ময়সূচক অব্যয়
নিম্নে এদের সম্পর্কে
বিস্তারিত আলোচনা করা হলো
Noun বা বিশেষ্য এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা কোনো ব্যাক্তি,
প্রাণী, বস্তু, পদার্থ, স্থান বা গুণের নাম বুঝায় তাকে Noun বা বিশেষ্য বলে। অথবা কোনো
কিছুর নাম কে Noun বা বিশেষ্য বলে।
উদাহরণঃ
Shanzida reads the
Quran.
The
cow
is a useful animal.
Dhaka is the capital
of Bangladesh.
Gold is a precious
metal.
Honesty is the best
policy.
উপরিউক্ত বাক্যগুলোতে Shanzida একজন ব্যাক্তির
নাম, Cow একটি প্রাণীর নাম, Dhaka একটি স্থানের নাম, Gold একটি বস্তুর নাম,
Honesty একটি গুণের নাম। তাই এই শব্দগুলো হচ্ছে এক একটি Noun বা বিশেষ্য।
Noun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Pronoun বা সর্বনাম এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ এখানে Pro শব্দের অর্থ হলো – পরিবর্তে
বা সমতুল্য। তাহলে Pronoun শব্দের অর্থ হলো Noun এর পরিবর্তে বা Noun এর সমতুল্য। সুতরাং
বলা যায় যে, যে Word বা শব্দ Noun এর পরিবর্তে বসে তাকে Pronoun বা সর্বনাম বলে। যেমনঃ
Sumaiya is a good girl, Sumaiya goes to
college every day, and Sumaiya obeys her teacher.
উপরের বাক্যে ‘Sumaiya’ শব্দটি বারবার আসার
কারনে বাক্যের শ্রুতিমাধুর্য নষ্ট হচ্ছে। কিন্তু আমরা Pronoun ব্যবহার করার মাধ্যমে
বাক্যের শ্রুতিমাধুর্য ফিরিয়ে আনতে পারি। যেমন প্রথম বাক্যের পর প্রতি বাক্যে ‘Sumaiya’ এর স্থলে ‘She’ যোগ করলে বাক্যটি হবে –
Sumaiya is a good girl, she goes to
college every day, and she obeys her teacher.
তাহলে এখানে She হলো Pronoun। এছাড়াও নিম্নে
কিছু Pronoun এর তালিকা দেওয়া হলো – He, she, I, we, you they, our, us, mine,
his, her, it ইত্যাদি।
Pronoun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Adjective বা বিশেষণ এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে শব্দ কোনো Noun বা Pronoun এর
দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বা বিশেষণ বলে।
যেমনঃ
Shanzida is a good girl.
Maha wears a white skirt.
Habib is an honest man.
এখানে good, white, honest শব্দগুলো তাদের
Noun এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে বা Noun এর গুণ, বৈশিষ্ট্য এবং অবস্থা প্রকাশ
করেছে তাই এরা প্রত্যকে Adjective বা বিশেষণ।
Adjective এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Verb বা ক্রিয়া এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Word বা শব্দ দ্বারা কোন কাজ করা
বুঝায় তাকে Verb বা ক্রিয়া বলে। যেমনঃ
I do
the work.
Habib plays football.
They swim in the river.
উপরের বাক্যগুলোতে do, play, swim শব্দগুলো
দ্বারা কোন কাজ বুঝাচ্ছে তাই এই জাতীয় শব্দকে Verb বা ক্রিয়া বলে।
Verb এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Adverb বা ক্রিয়া-বিশেষণ এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে word বা শব্দ দিয়ে কোন verb,
adjective বা অন্য কোন Adverb কে Modify (বিশেষায়িত) করে তাকে Adverb বা ক্রিয়া-বিশেষণ বলে।
যেমনঃ
She talks slowly.
He runs swiftly
He is a good boy.
উপরের উদাহরণগুলো বিশ্লেষণ করলে আমরা যা পাইঃ
👉 Adverb যখন Verb কে Modify করেঃ He runs
swiftly. এখানে ‘swiftly’ শব্দটি ‘run’ verb কে Modify করেছে তাই ‘swiftly’ এখানে
Adverb.
👉 Adverb যখন Adjective কে Modify করেঃ He
is a good boy. এখানে ‘good’ হলো Adjective। good এর অর্থকে আরও গুরুত্ব বুঝাতে আমরা
‘very’ ব্যবহার করতে পারি, তাহলে বাক্যটি হবে – He is a very good boy. আর এখানে
Very হলো Adverb.
👉 Adverb যখন অন্য কোন Adverb কে Modify করেঃ
She talks slowly. এখানে ‘slowly’ Adverb. কিন্তু যদি তা এভাবে লিখি – She talks
very slowly. তাহলে এই বাক্যে ‘Slowly ও Very’
Adevrb।
বাক্যের মধ্যে Adverb চিনার সহজ উপায়ঃ আমরা
একটা বাক্যকে ‘How, When, Where’ ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে যা পাওয়া যাবে
তাই Adverb. যেমনঃ
👉 How বা কেমন? দ্বারা প্রশ্নঃ He runs
swiftly, এখানে বাক্যকে যদি প্রশ্ন করা হয় ‘কেমন করে দৌড়ায়’ তাহলে তার উত্তরে পাওয়া
যাবে ‘Swiftly’. সুতরাং এখানে ‘Swiftly’ হলো Adverb.
👉 When বা কখন? দ্বারা প্রশ্নঃ He will go
soon, এখানে বাক্যকে যদি প্রশ্ন করা হয় ‘কখন যাবে?’ তাহলে তার উত্তরে পাওয়া যাবে
‘Soon’. সুতরাং এখানে ‘Soon’ হলো Adverb.
মনে রাখবে যে, শুধু একটি মাত্র শব্দ Adverb হয় না বরং কতগুলো শব্দের সমষ্টিও Adverb হয়। যাদেরকে Adverbial Phrase বলে। ইনশাআল্লাহ সামনে Phrase নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আমাদের সাথে থাকুন এবং পেইজটি অবশ্যই শেয়ার করবেন।
👉 Where বা কোথায়? দ্বারা প্রশ্নঃ He lives
here. এখানে বাক্যকে যদি প্রশ্ন করা হয় ‘কোথায় থাকে?’ তাহলে তার উত্তরে পাওয়া যাবে
‘Here’. সুতরাং এখানে ‘Here’ হলো Adverb.
Adverb এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Preposition বা পদান্বয়ী অব্যয় এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ Pre অর্থ আগে বা পূর্বে এবং
Position অর্থ অবস্থান, স্থান। তাহলে Preposition এর অর্থ হলো পূর্বে অবস্থান। সুতরাং,
যে শব্দ কোনো Noun, Pronoun অথবা Noun Phrase এর পূর্বে বসে তার বা তাদের সাথে বাক্যস্থিত
অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে তাদেরকে Preposition বা পদান্বয়ী অব্যয় বলে।
যেমনঃ
The book is on the table
উপরের বাক্যে ‘on’ শব্দটি “book ও table” এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে তাই এখানে “On” একটি Preposition.
Preposition এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Conjunction বা সংযোজক অব্যয় এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Word বাক্যস্থিত একটি শব্দের সাথে
আরও একটি শব্দকে কিংবা একটি বাক্যের সাথে আরও একটি বাক্যকে সংযুক্ত করে তাকে Conjunction
বা সংযোজক অব্যয় বলে। যেমনঃ
Maha is poor but honest.
Habib and Maha are friends.
Habib cannot read or write.
উপরের বাক্যগুলোতে but, and, or শব্দগুলো
বাক্যের মধ্যে দু’টি শব্দ বা দু’টি বাক্যকে সংযুক্ত করছে তাই এরা প্রত্যেকে
Conjunction.
Conjunction এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Interjection বা বিস্ময়সূচক অব্যয় এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে শব্দ দ্বারা মনের আনন্দ, দুঃখ,
বিস্ময়, বেদনা ইত্যাদি আবেগ প্রকাশ করা হয় তাকে Interjection বা বিস্ময়সূচক অব্যয় বলে।
যেমনঃ
Hurrah! We won the game.
Hush! The Headmaster comes.
উপরের বাক্যগুলোতে Hurrah! ও Hush! হলো
Interjection বা বিস্ময়সূচক অব্যয়।
Interjection এর সম্পর্কে বিস্তারিত জানুন।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।
COMMENTS