প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকের ব্লগে ‘Tense বা কাল’ এর অন্যতম প্রকার “Past Tense বা অতীত কালের দ্বিতীয় প্রকার Past Continuous Tense” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন।
তাহলে শুরু করা যাক।
Past Continuous Tense এর পরিচয়ঃ Verb এর
যে রুপ দ্বারা কোনো কাজ অতীতকালে সংঘটিত হচ্ছিল বুঝায় তাকে Past Continuous Tense বলে।
বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তেছিল,
তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন
ইত্যাদি হয়।
গঠন প্রণালীঃ Subject + was / were + মূল Verb এর Present Form (V1) এর সাথে ing + Object / Complement.
উদাহরণঃ
I was eating rice.
They were playing football.
Maha was writing a letter.
নোটঃ Subject “I, he, she, it” ও Third
person singular number এর ক্ষেত্রে was বসে এবং Subject “we, you, they” ও Plural
Number এর ক্ষেত্রে were বসে।
উল্লেখ্য, বাক্যের Affirmative গঠন ছাড়াও
আরও কয়েকটি গঠন রয়েছে তা হলো – Negative, Interrogative এবং Negative-Interrogative।
নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো –
Negative এ গঠনঃ
গঠনপ্রণালীঃ Subject + was / were + not
+ মূল Verb এর Present Form (V1) এর সাথে ing + Object / Complement.
উদাহরণঃ
I was not eating rice.
They were not playing football.
Maha was not writing a letter.
Interrogative এ গঠনঃ
গঠনপ্রনালীঃ was / were + Subject + মূল
Verb এর Present Form (V1) এর সাথে ing + Object / Complement.
উদাহরণঃ
Was I eating rice?
Were they playing football?
Was Maha writing a letter?
Negative-Interrogative এর গঠনঃ
গঠনপ্রনালীঃ Was / were + Subject + Not
+ মূল Verb এর Present Form (V1) এর সাথে ing + Object / Complement.
উদাহরণঃ
Was I not eating rice?
Were they not playing football?
Was Maha not writing a letter?
Past Continuous Tense এর ব্যবহারঃ
⇘ অতীতে দুটি কাজ একই সাথে চলছিল বুঝালে উভয়ক্ষেত্রে Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
I was watching TV while I was eating
rice.
He was singing while he was walking.
⇘ অতীতে একটি কাজ চলাকালীন আর একটি কাজ সংঘটিত হলে, যে কাজটি চলছিল সেটি বুঝাতে Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
When you came to me I was talking to
her.
He saw a beautiful snake while he was
crossing the pond.
I was taking tea when he called me.
⇘ অতীতে কোন একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বুঝাতে
Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
It was raining all day long.
She was waiting for him here yesterday.
⇘ বারবার ঘটছিল এরুপ অর্থে always,
continually, continuously, often, forever ইত্যাদি Adverb এর সাথে Past
Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
They were always disturbing her.
The river was flowing continually all year.
⇘ Time expression বিহীন Sentence এ কোন কাজ
Gradual Development বুঝাতে Past Continuous Tense ব্যবহৃত হয়। যেমন –
The day was getting colder and colder.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।