Past Perfect Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Tense বা কাল’ এর অন্যতম প্রকার “Past Tense বা অতীত কালের তৃতীয় প্রকার Past Perfect Tense” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Past Perfect Tense কাকে বলে? এবং এর গঠন ও উদাহরণসহ বর্ণনা

Past Perfect Tense এর পরিচয়ঃ অতীতে ঘটেছিল এমন দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটি হলো Past Perfect Tense এবং যেটি পরে ঘটেছিল সেটি Past Indefinite Tense।

বাংলায় চিনার উপায়ঃ কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন ইত্যাদির যে কোনো একটি যোগ থাকে।

গঠন প্রণালীঃ


Before:

Subject + had + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement + Before + Subject + Verb এর Past form (V2) + Object / Complement

Or

Past Perfect Tense + Before + Past Indefinite Tense

উদাহরণঃ

The patient had died before the doctor came.

The train had left before we reached the station.

Maha had gone away before I came to her.


After:

Subject + Verb এর Past form (V2) + Object / Complement + After + Subject + had + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement

Or

Past Indefinite Tense + After + Past Perfect Tense

The patient died after the doctor had come.

The train left after we had reached the station.

He drank tea after he had eaten rice.

  

নোটঃ

  • Past Perfect Tense এ সাধারণত before এবং after ব্যবহৃত হয়।
  • Before এর পূর্বে Past Perfect Tense এবং পরে Past Indefinite Tense হয়।
  • After এর পূর্বে Past Indefinite Tense এবং পরে Past Perfect Tense হয়।

 

উল্লেখ্য, বাক্যের Affirmative গঠন ছাড়াও আরও কয়েকটি গঠন রয়েছে তা হলো – Negative, Interrogative এবং Negative-Interrogative। নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো –

 

Negative এ গঠনঃ

গঠনপ্রণালীঃ Subject + had + Not + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement + Before + Subject + Verb এর Past form (V2) + Object / Complement

উদাহরণঃ

The patient had not died before the doctor came.

The train had not left before we reached the station.

Maha had not gone away before I came to her.

 

Interrogative এ গঠনঃ

গঠনপ্রনালীঃ Had + Subject + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement + Before + Subject + Verb এর Past form (V2) + Object / Complement +?

উদাহরণঃ

Had the patient died before the doctor came?

Had the train left before we reached the station?

Had Maha gone away before I came to her?

 

Negative-Interrogative এর গঠনঃ

গঠনপ্রনালীঃ

Had + Subject + Not + মূল Verb এর Past Participle Form (V3) + Object / Complement + Before + Subject + Verb এর Past form (V2) + Object / Complement +?

Had the patient not died before the doctor came?

Had the train not left before we reached the station?

Had Maha not gone away before I came to her?

 


Past Perfect Tense এর ব্যবহারঃ


 অতীতের দুটি ঘটনা একসাথে সম্পন্ন হয়েছিল বুঝাতে when এর পরে Past Perfect Tense হয় এবং অপরটি Past indefinite Tens হয়। যেমন –

When she had rebuked me I went away.

I came to my mother when she had called me.


 অতীতে ঘটেছিল এরকম দুটি ঘটনাকে that দ্বারা যুক্ত করলে that এর পরে Past Perfect Tense এবং পূর্বে Past Indefinite Tense বসে। যেমন –

Father told me that I had mistaken.

She told me that she had fallen in love with me.


 অতীতে ঘটেছিল এরকম দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা শেষ হতে না হতেই আরেক ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে scarcely….when, hardly…when, hardly…before, no sooner…than এদের সাথে Past Perfect Tense এবং অপরটি Past Indefinite Tense হয়। যেমন –

No sooner had the thief seen the police than he ran away.

Scarcely had the teacher entered the classroom when the students stood up.

Hardly had Maha seen me when she smiled.

 


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment